বিশ্বকাপের পরেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। আর সেই সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের ইংল্যান্ড দলের। আর সেই দলেই জায়গা করে নিয়েছেন সাদা বলের স্পেশালিস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত মারকুটে ব্যাটার লিয়াম লিভিংস্টোন। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার লিয়াম লিভিংস্টোনের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকস ডাক পেলেন ইংল্যান্ড টেস্ট দলে। উল্লেখ্য নিজের কেরিয়ারে এইবারই প্রথমবার যখন দলে জায়গা পেয়েছেন জ্যাকস। অপর মারকুটে ব্যাটার লিভিংস্টোন অবশ্য এর আগেও ছিলেন জাতীয় টেস্ট দলে। তবে প্রথম একাদশে কিন্তু খেলার সুযোগ পাননি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ইপিএলে বড়সড় ধাক্কা খেতাবি লড়াই থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে লিভারপুলকে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সেই ধাক্কা সামলে উঠল য়ুর্গেন ক্লপের দল। রেঞ্জার্সের বিরুদ্ধে দাপুটে ফুটবল উপহার দিলেন ক্লপের ফুটবলাররা। ৭-১ গোলে জিতেছে লিভারপুল। হ্যাটট্রিক করলেন মহম্মদ সালাহ। জোড়া গোল রবের্তো ফির্মিনোর। আর একটি গোল নুনেজ়ের। ৮৭ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে যান এলিয়ট। পিছিয়ে রইল না ইপিএলের আর এক দল টটেনহ্যাম হটস্পারও। ঘরের মাঠে তারা ৩-২ হারিয়েছে আইনট্র্যাখট ফ্র্যাঙ্কফুর্টকে। জোড়া গোল সন হিয়ুন মিং-এর। পেনাল্টি থেকে গোলকরোন হ্যারি কেন। গত সপ্তাহে বুন্দেশলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ড্র করেছিল ইউলিয়ান নাগলসম্যানের বায়ার্ন মিউনিখ। বুধবার খোলস ছেড়ে বেরিয়ে এলেন টমাস মুলাররা। তাঁরা ৪-২ গোলে হারিয়েছেন ভিক্টোরিয়া প্লাজ়েনকে। বায়ার্নের হয়ে গোল করেন সাদিয়ো মানে, টমাস মুলার, গোরেৎস্কা (২টি)। অন্য ম্যাচে বার্সেলোনাকে হারের মুখ থেকে রক্ষা করলেন পোল্যান্ড তারকা রবার্ট লেয়নডস্কি। ইন্টার মিলানের সঙ্গে তাদের ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। ৪০ মিনিটে উসমানে দেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ৫০ এবং ৬৩ মিনিটে বারেল্লা এবং লউতারো মার্তিনেসের গোলে এগিয়ে যায় ইন্টার। ৮২ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লেয়নডস্কি। কিন্তু ৮৯ মিনিটে গোসেনসের গোলে এগিয়ে যায় ইন্টার। তার পরে ফের ঝলসে ওঠেন পোলিশ তারকা। সংয়ুক্ত সময়ে তাঁর গোলে হার বাঁচায় বার্সেলোনা। অন্য ম্যাচে নাপোলি ৪-২ গোলে হারিয়েছে আয়াখস আমস্টারডামকে।

Find out more: