২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যখন মাঠে নামবে, তখন উপস্থিত থাকবেন না জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের জেরে তিনি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ শামি। তবে বুমরাহর অভাব যে ভারত অনুভব করবে, সেটা অকপটে স্বীকার করে নেন রোহিত শর্মা। তাঁকে প্রশ্ন করা হয় যে বুমরাহর অভাবে কি ভারতীয় ব্যাটারদের আরো ভালো করে খেলতে হবে। এর কোনও সরাসরি উত্তর দেননি রোহিত শর্মা। তবে তিনি বলেন যে বুমরাহকে নিয়ে শেষ অবধি তাঁরা চেষ্টা করেছিলেন। বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে শলা-পরামর্শ করা হয়েছিল। তাঁদের কথা মতোই বুমরাহর কেরিয়ারের কথা ভেবেই তাঁকে এই বিশ্বকাপে নামানো হল না। রোহিতের যুক্তি যে বুমরাহ এখন ২৭-২৮ বছর। অনেক দিন খেলতে হবে। বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট নয়, এর পরেও অনেক লড়াই বাকি ও সেখানে বড় ভূমিকা নেবেন ভারতের সেরা ফাস্ট বোলার।
অন্যদিকে, বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নতুন প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত। 'কিং কোহলি' নিজের ফিটনেস নিয়ে খুবই সতর্ক। ফিটনেসের বিষয়ে বিরাট টিম ইন্ডিয়ার (Team India) সবচেয়ে বড় স্টেটমেন্ট। বিসিসিআই-এর (BCCI) এক প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট বর্তমানে দলের সবচেয়ে ফিট খেলোয়াড়। তাঁকে ছাড়া বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পাওয়া ২৩ জন খেলোয়াড় ২০২১-২২ মরসুমে চোট সারিয়ে রিহ্যাব করার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) একবার না একবার নিশ্চিত গিয়েছিলেন। তবে বিরাটকে বেঙ্গালুরুর রাস্তায় যেতে হয়নি। বিসিসিআই কর্তা হেমাঙ্গ আমিন এই প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনে এনসিএ এবং আগের সেশনে করা কাজের বিবরণ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিম দ্বারা ২০২১-২২ মরসুমে মোট ৭০ জন ক্রিকেটারের ৯৬টি জটিল আঘাতের চিকিৎসা করা হয়েছিল। ৭০ জন ক্রিকেটারের মধ্যে, ২৩ জন সিনিয়র দলের, ২৫ জন ভারত-এ, একজন অনূর্ধ্ব-১৯ থেকে, সাতজন সিনিয়র মহিলা দল থেকে এসেছিলেন। রাজ্যের দল থেকে এসেছিলেন ১৪ জন।'
Find out more: