ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ পরের বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে। সেই প্রতিযোগিতা খেলতে বাবর আজ়মদের দেশে গিয়ে ভারত খেলতে পারে কি না সেই নিয়ে বোর্ডে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। বোর্ড খেলার সিদ্ধান্ত নিলেও প্রয়োজন ছিল সরকারি অনুমোদন। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল যে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।
অন্যদিকে, টেস্টের পর এবার অস্ট্রেলিয়ার (Australia) ৫০ ওভারের ফরম্যাটের অধিনায়ক হলেন প্যাট কামিন্স (Pat Cummins)। কয়েক সপ্তাহ ধরেই অ্যারন ফিঞ্চের (Aaron Finch) বদলে এই ডানহাতি পেস বোলারের নাম শোনা যাচ্ছিল। এমনকি অধিনায়কত্বের দৌড়ে ছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু শেষ পর্যন্ত কামিন্সের উপরেই আস্থা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। একদিনের দলের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল। ২০২৩ সালে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে। সেই বিশ্বকাপেও অজিদের নেতৃত্ব দেবেন ২৯ বছরের কামিন্স। একদিনের ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন ফিঞ্চ। এহেন অজি ওপেনার সম্পর্কে নতুন দায়িত্ব পাওয়া কামিন্স বলেন, 'ফিঞ্চের অধিনায়কত্বে দারুণ সময় কাটিয়েছি। ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষাগুলোই এবার কাজে লাগাতে চাই।' অজিদের একদিনের দলে রয়ছেন একাধিক ম্যাচ উইনার। ফলে সাদা বলের ক্রিকেটে নতুন ইনিংস শুরু করার আগে উচ্ছ্বসিত কামিন্স। তিনি যোগ করেন, 'দায়িত্ব বেড়ে গেল। টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেট, দুটি একেবারে আলাদা ফরম্যাট। ফলে খেলার ধরণ, ভাবনাচিন্তাও আলাদা হবে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।'
Find out more: