শ্রীলঙ্কাকে ৭ উইকেটে গুঁড়িয়ে অস্ট্রেলিয়া (Australia vs Sri Lanka) দেখিয়ে দিল তাদের দাপট। ১৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। এদিন টস জিতে দাসুন শনাকাদের ব্যাট করতে পাঠান ফিঞ্চ। ওপেনার পাথুম নিশঙ্কা (৪৫ বলে ৪০), ধনঞ্জয় ডি সিলভা (২৩ বলে ২৬) ও চরিথ আশালঙ্কার (২৫ বলে অপরাজিত ৩৮) ব্যাটে ভর করে শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে তোলে ৬ উইকেট হারিয়ে ১৫৭। অজি পেস ত্রয়ী জোশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক তুলে নেন একটি করে উইকেট। অ্যাস্টন আগার ও গ্লেন ম্যাক্সওয়েল পান একটি করে উইকেট। কোভিড আক্রান্ত হওয়ায় এদিন অ্যাডাম জাম্পাকে খেলায়নি অস্ট্রেলিয়া। টি-২০ ফর্ম্যাটে ১৫৭ রান করে নিশ্চিন্তে থাকা যায় না। তারওপর বিপক্ষ যখন অস্ট্রেলিয়া। ক্যাঙারু শিবির তিন উইকেট হারিয়ে এই রান তুলে নিল তাও ২১ বল হাতে রেখে।
অন্যদিকে, কাতার বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই তীক্ষ্ণ হয়ে উঠছেন লিয়োনেল মেসি। মঙ্গলবার তাঁর মোহময়ী ফুটবল বিরাট ব্যবধানে জয় এনে দিল প্যারিস সঁ জরমঁ। আর্জেন্টিনীয় তারকা করলেন জোড়া গোল। তবে পিছিয়ে রইলেন না দুই সতীর্থ কিলিয়ান এমবাপে এবং নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। মেসির মতো জোড়া গোল পেলেন ফরাসি স্ট্রাইকারও। একটি গোল নেমারের। মাক্কাবি দলের সঁ গোল্ডবেঙ্গ আত্মঘাতী গোল করেন। ৮৪ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কার্লোস সোলের। এইচ গ্রুপে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে ফেলল পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন মেসি। তাঁর দ্বিতীয় গোল ৪৪ মিনিটে। এমবাপের প্রথম গোল ৩২ মিনিটে, দ্বিতীয় গোল ৬৪ মিনিটে। নেমারের গোল ৩৫ মিনিটে। ম্যাচের পরে পিএসজি ম্যানেজার ক্রিস্তোফ গালচিয়ে বলেছেন, “এমন একটা বড় জয়ের খুব প্রয়োজন ছিল।”
Find out more: