মঙ্গলবার মুখোমুখি হয়েছিল আয়োজক অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজে ভাবে হারার পরে এমনিতেই চাপে ছিল অজিরা। আর একটি হার মানেই টুর্নামেন্টের নক আউট পর্যায়ে যাওয়া অত্যন্ত কঠিন হত অ্যারন ফিঞ্চ বাহিনীর জন্য। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া দল। ম্যাচে হারের পরে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন, ‘আমরা শুরুটা এবং শেষটা ভাল করেছি। তবে মিডল ওভারে যেন কোথাও একটা আটকে যাই। ফলে ১৫-২০ রান আমরা কম করি।’ ম্যাচে অজিদের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনাকা বলেন, ‘আমরা শুরুটা দুর্দান্ত ভাবে করি। আমরা শেষটাও বেশ ভাল করেছি। মিডলে আমরা একেবারেই রান করতে পারিনি। ফলে আমি মনে করি, আমরা ১৫-২০ রান করাটা মিস করে গেছি।’

অন্যদিকে, অস্ট্রেলিয়ার (Australia) তারকা স্পিনার অ্যাডাম জাম্পার (Adam Zampa) করোনা রিপোর্ট পজিটিভ। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের (Australia vs Sri Lanka, T20 World Cup 2022) দ্বিতীয় ম্যাচে নামার ঠিক আগেই বড় ধাক্কা খেল অ্যারন ফিঞ্চের (Aaron Finch) দল। এখন প্রশ্ন জাম্পাকে কি দাসুন শনাকাদের (Dasun Shanaka) বিরুদ্ধে প্রথম একাদশে রাখতে পারবেন ফিঞ্চ? আইসিসি-র বিশ্বকাপ কেন্দ্রিক কোভিড বিধি বলছে যে, করোনা আক্রান্ত কোনও ক্রিকেটার খেলতে পারবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই ক্রিকেটারকে খেলা থেকে বিরত রাখবে না। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে প্রথম ম্যাচেই হেরে বসেছিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফলে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাঙারুদের জন্য। ক্রিকেটডটকমডটএইউ-এর রিপোর্ট বলছে যে, জাম্মার মৃদু কোভিড উপসর্গ দেখা গিয়েছে। কিন্তু তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। জাম্পাকে যদি খেলতে হয় তাহলে কোভিড বিধি মেনে তাঁকে একা আসতে হবে মাঠে। দলের সঙ্গে তিনি ভ্রমণ করতে পারবেন না। জাম্পাই কিন্তু চলতি বিশ্বকাপে প্রথম করোনা আক্রান্ত ক্রিকেটার নন। এর আগে আয়ারল্যান্ডের জর্জ ডকরলে করোনা পজিটিভ হয়েও খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ডাক্তাররা জানিয়ে ছিলেন যে, ডকরেল 'সম্ভাব্য পজিটিভ।'

Find out more: