বৃষ্টিতে বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ। ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীরাও। অস্ট্রেলিয়ার আবহাওয়াই যেন উত্তাপ কমিয়ে দিচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সুযোগ বুঝে পরিকাঠামো নিয়ে আয়োজকদের কটাক্ষ করতে ছাড়লেন না ভন। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্টে ভন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় এখন বর্ষাকাল। মেলবোর্নের স্টেডিয়ামে ছাদ নেই! সেটা ব্যবহার করাই কি বুদ্ধিমানের কাজ হত না?’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মাঠ ছাদ দিয়ে ঢাকার ব্যবস্থা নেই। বিশ্বের অনেক স্টেডিয়ামেই এখন ছাদ টেনে মাঠ ঢেকে দেওয়ার আধুনিক ব্যবস্থা রয়েছে। বৃষ্টি হলেও সেই স্টেডিয়ামগুলিতে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়। মেলবোর্নের মতো স্টেডিয়ামে সেই পরিকাঠামো না থাকায় প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়া কেন বর্ষাকালে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করছে, তা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন ভন।
অন্যদিকে, স্যর ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman) দেশে পা রেখেই রানের মুখ দেখেছিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (Western Australia) বিরুদ্ধে ৫৫ বলে ৭৪ রান করার পর, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষেও জ্বলে উঠেছিলেন। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৩ বলে ৫৭। তখন মনে হয়েছিল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) প্রতিপক্ষের মহড়া নেবেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু আসল সময় পরপর ব্যর্থ টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৪ রানে আউট হয়ে যাওয়ার পর, দুর্বল নেদারল্যান্ডসের (Netharlands) বিরুদ্ধে রান পেলেন না রাহুল। ডাচদের বিরুদ্ধে ফিরলেন মাত্র ৯ রানে। ফলে তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তো উঠবেই। যদিও ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরের (Wasim Jaffer) দাবি সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কেএল রাহুলকে বিশ্লেষণ করা উচিত নয়। তবে অনিল কুম্বলে (Anil Kumble) মনে করেন জাতীয় দলের স্বার্থে এবার কেএল রাহুলের 'সুইচ অন' করা উচিত।
Find out more: