নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০ রান করার পরে সেই রেকর্ড ভেঙে ফেলেন সূর্য। শেষ পর্যন্ত ২৫ বলে ৫১ রান করেন তিনি। ২০২২ সালে ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সূর্যকুমার। তাঁর রান ৮৬৭। গড় ৪১২৮। স্ট্রাইক রেট ১৮৪৮৬। চলতি বছর টি-টোয়েন্টিতে একটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন ভারতের এই ডান হাতি ব্যাটার। জুলাই মাসে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও দীপক হুডার পরে তিনি পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছিলেন যাঁর টি-টোয়েন্টিতে শতরান রয়েছে। পরে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে সেই তালিকায় যোগ দেন বিরাট কোহলি।

অন্যদিকে, খাতায়-কলমে দুর্বল জিম্বাবোয়ের (Zimbabwe)বিরুদ্ধে মাত্র ১ রানে হারের হতাশা। পাকিস্তান (Pakistan) নিজেদের কাজ কঠিন করে তোলার জন্য এবার টিম ইন্ডিয়ার (Team India) উপর অহেতুক ক্ষোভ প্রকাশ করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। আর সেইজন্য সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ট্রোলড হচ্ছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' (Rawalpindi Express)। নিজের ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করে জন্য মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। জিম্বাবোয়ের কাছে হারের পর পাকিস্তান দলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েন শোয়েব। ম্যাচের পরই এক ভিডিয়োয় তিনি বলেন, 'পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। খাতায়-কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে, ও জিতবে। তবেই সেমিফাইনালে যাব। সেটা হয় না। নিজের ক্ষমতায় যেতে হবে। তার জন্য ভাল খেলতে হবে।' একইসঙ্গে অধিনায়ক বাবর আজমকে তুলোধনা করেছেন প্রাক্তন পেসার। আখতার যোগ করেছেন, 'বাবর জঘন্য অধিনায়ক। ওর কোনও পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধেও ওর জন্য হেরেছিলাম।'

Find out more: