বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান ম্যাচের তুমুল লড়াই হয়েছে। শেষ বলে হয়েছে ফয়সালা। সেই দেখে ফিঞ্চ বলেছেন, “ফলাফল যা-ই হোক না কেন। আমার মতে অসাধারণ একটা ম্যাচ দেখতে পেয়েছি। বাড়িতে বসে খেলা দেখছিলাম। তাতেও চিন্তায় পড়ে গিয়েছিলাম! গোটা ম্যাচটা দেখতে দেখতেই চিন্তা বাড়ছিল। আমরা সবাই জানি এটা কত বড় ম্যাচ। সেই দিনের দিকে তাকিয়ে রয়েছি, যখন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোথাও একটা গিয়ে সরাসরি মাঠে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখব।” 

অন্যদিকে, শুধু ঐতিহাসিক নয়, একইসঙ্গে যুগান্তকারী সিদ্ধান্ত নিল রজার বিনি (Roger Binny) ও জয় শাহের (Jay Shah) বিসিসিআই (BCCI)। বাইশ গজের যুদ্ধে অনেক আগেই মহিলা দলকে স্বীকৃতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আর্থিক দিক থেকেও হরমনপ্রীত কৌর-(Harmanpreet Kaur) স্মৃতি মান্ধানাদের (Smriti Madhana) নিরাপত্তা আরও বাড়ল। কারণ আর্থিক বৈষম্যের অবসান ঘটাল বোর্ড। তবে এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হল প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এত বড় বদল জানতেই পারলেন না। মহারাজ নিজেই টুইট করে এমন তথ্য জানালেন। তাঁর দাবি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। বোর্ডের এই ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় পর টুইট করেন সৌরভ। তিনি লেখেন, 'সকালে সংবাদপত্র দেখে জানতে পারলাম। জয়, রজার, রাজীব ভাই, আশিসজি, দেবজিৎ ও  অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সদস্যকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানাই। মহিলা ক্রিকেটের উন্নতি জন্য অনেক কাজ করা হয়েছে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে ওরা তা প্রমাণও করে দিয়েছে।'

Find out more: