ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলস জিতল ৩-০। প্রথম এগারোয় নেমে পুরো সময় মাঠে থাকা রোনাল্ডো গোল করেন ৮১ মিনিটে। আগেই ম্যান ইউ ২-০ এগিয়েছিল দিয়োগো দালোত (৪৪ মিনিট) ও মার্কাস রাশফোর্ডের (৬৫ মিনিট) সৌজন্যে। রোনাল্ডোর গোল জীবনের ৭০১ তম। একটা সময় পর্যন্ত মনে হয়েছিল রোনাল্ডোর গোল পাবেন না। কিন্তু খেলা শেষ হওয়ার ন’মিনিট আগে ব্রুনো ফের্নান্দেসের ক্রসে শেরিফের গোলরক্ষক ম্যাক্সিম কোভাল ঘুসি মারলে বল পাঁচ বারের বালঁ দ্যর জয়ী ফুটবলারের মাথায় পড়ে এবং হেডে গোল করে যান।

অন্যদিকে, শুক্রবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে বিনি জানান, কোহলির নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। তিনিও এও দাবি করেন যে, মেলবোর্নের ভারত-পাকিস্তান ম্যাচ যে রকম চূড়ান্ত নাটকীয় রূপ নেয়, ক্রিকেটপ্রেমীরা সেরকমই ম্যাচই দেখতে চান। বিনি বলেন, ‘মনে হচ্ছিল বুঝি স্বপ্ন দেখছি। বিরাট কোহলি যেভাবে বল মারছিল, বুঝে ওঠাই মুশকিল। এটা অসাধারণ জয়। এরকম ম্যাচ খুব বেশি দেখা যায়নি, যেখানে বেশিরভাগ সময়ে পাকিস্তান ছড়ি ঘোরায়, তার পর হঠাৎই ম্যাচ ভারতের অনুকূলে ঢলে পড়ে। ক্রিকেটের জন্য দারুণ বিষয় এবং ক্রিকেটপ্রেমীরা এধরণে ম্যাচই দেখতে চায়।’ উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনিই। পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬২ রান করে নট-আউট থাকেন কোহলি।

Find out more: