শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডে একটি প্রতিবেদন লেখেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ। সেখানে কোহলির প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, 'ভগবত গীতা হল একটি পবিত্র বই। যা হিন্দুধর্মের মূল ভিত্তি। আক্ষরিক অর্থে ভগবত গীতার অর্থ হল ভগবানের গান। টি-টোয়েন্টিতে ভগবানের গানের সবথেকে কাছে যেতে পারে, এমন একটি ইনিংস খেলেছেন বিরাট কোহলি।' সেখানেই শেষ হয়নি, বিরাটের প্রশংসা করতে গিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা মন্তব্য করেন, প্রাক্তন ভারতীয় অধিনায়কের সেই দুর্দান্ত ইনিংসের জন্য শিল্পে পরিণত হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট।

অন্যদিকে, বিশ্বকাপে এক সময় তাদের যোগ্যতা অর্জনই নিশ্চিত ছিল না। সেই জ়িম্বাবোয়ে দল প্রতিযোগিতায় অন্যতম সেরা অঘটন ঘটিয়েছে বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে। জ়িম্বাবোয়ের এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি বোধ হয় এক জন ভারতীয়। তিনি লালচাঁদ রাজপুত। জ়িম্বাবোয়ে ক্রিকেটের কঠিন সময় যিনি নিজের চোখের সামনে দেখেছেন। আবার ফিনিক্স পাখির মতো তারা কী ভাবে জেগে উঠেছে, সেটাও প্রত্যক্ষ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর রাজপুত বলেছেন, “আমি চেয়েছিলাম ওরা অস্ট্রেলিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করুক। পাকিস্তানকে হারানোটা তো কেকের উপর চেরির মতো। আমি ওদের নিয়ে অত্যন্ত গর্বিত।” দলের সঙ্গে যোগ্যতা অর্জন পর্ব পর্যন্ত ছিলেন রাজপুত। কিন্তু পরিবারের সঙ্গে দীপাবলী কাটাবেন বলে দেশে ফিরে আসেন। অস্ট্রেলিয়া আর যাননি। জ়িম্বাবোয়ের কঠিন সময় সম্পর্কে বলতে গিয়ে রাজপুত ফিরে গিয়েছেন জ়িম্বাবোয়েতে কোচিং করার শুরুর দিকে। ২০১৮-র ১৩ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়‌ শুরু হওয়ার কথা। তার আগের দিন বোর্ডের সঙ্গে ঝামেলার জেরে সরে দাঁড়ান পাঁচ ক্রিকেটার।

Find out more: