জানা গিয়েছে, নেটে হর্ষল পটেলের বিরুদ্ধে ব্যাট করছিলেন কোহলি। হঠাৎই একটি বল আচমকা লাফিয়ে তাঁর কুঁচকিতে এসে লাগে। কোহলি সাময়িক ভাবে যন্ত্রণায় কাতরাতে থাকেন। নেটের ধারে ব্যাটের উপর ভর দিয়ে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার পরেই হাত নাড়িয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর কিছু হয়নি। হর্ষলের বলে আঘাত পাওয়ার কিছু ক্ষণ পরে কোহলি নেট ছেড়ে বেরিয়ে যান। হালকা অস্বস্তিতে দেখা যাচ্ছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে। কিন্তু আবার নেটে ফিরে এসে কোহলি বুঝিয়ে দেন, তাঁর চোট গুরুতর নয়। পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন কোহলি। নিজের পরিচিত কিছু শট বেরোয় তাঁর ব্যাট থেকে।
অন্যদিকে, কয়েক মাস আগেও বিরাট কোহলির (Virat Kohli) অফ-ফর্ম নিয়ে বাইশ গজে তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। প্রথম একাদশে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং কপিল দেবের মতো মহারথী। কিন্তু সেসব এখন নিছকই অতীত। এশিয়া কাপ থেকেই বিরাট ফিরেছেন তাঁর চেনা ছন্দে। আর চলতি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) দেখেছে একেবারে ভিন্টেজ বিরাটকে। ব্যাট হাতে ফের একবার বিপক্ষের বোলারদের কাছে তিনি হয়ে উঠেছেন ত্রাস। বিরাট আতঙ্কে কাঁপছে প্রতিপক্ষ দলগুলি। আগুনে মেজাজে বিরাট ব্যাট করছেন একের পর এক ইনিংসে। এখনও পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের কাছে একেবারে মনে রাখার মতো। ৫ ম্যাচে ২৪৬ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার সর্বোচ্চ রানশিকারি তিনি। ঝুলিতে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ১২৩.০০। স্ট্রাইক রেট ১৩৮.৯৮। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান। বিরাট ব্যাট হাতে নামবেন আগামী বৃহস্পতিবার। সেই 'পয়া' অ্যাডিলেডের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবেন ব্যাটিং মায়েস্ত্রো। ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। জস বাটলারদের বুঝে নেওয়ার জন্য তিনি যে একেবারে প্রস্তুত, তা বুঝিয়ে দিলেন নেট সেশনে। মঙ্গলবার নেটে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন বিরাট। নিজেই সেই ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলগুলিতে পোস্ট করেন তিনি। ক্যাপশনে জুড়ে দেন, 'প্রক্রিয়া উপভোগ করছি।'
Find out more: