ব্র্যাডম্যানকে ছুঁলেন স্মিথ। স্মিথ অবশ্য সেঞ্চুরি করেই থামেননি। ডাবল সেঞ্চুরিও করেন। এটি স্মিথের কেরিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরি। তাঁর দ্বিতশতরান পূর্ণ হতেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২০০ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদেই প্রথম ইনিংসে ৫৯৮-৪ তুলেছে অস্ট্রেলিয়া। ডাবল সেঞ্চুরি করেছেন মার্নাস লাবুশেনও। পারথে দ্বিতীয় দিনই চালকের আসনে অস্ট্রেলিয়া। সর্বকালের অন্যতম সেরা ডন তাঁর ৫১তম টেস্টেই ২৯ সেঞ্চুরি করেন। ১৯৪৮ সালে জুলাই মাসে ইংল্য়ান্ডের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছেছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিপক্ষেই কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন। ডনকে ছুঁয়ে সেই অতীত আবার উস্কে দিলেন স্টিভ স্মিথ।

অন্যদিকে, চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে ব্রাজিল (Brazil) শিবিরে ভালো খবর। গোড়ালির চোট সারিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠছেন নেইমার (Neymar Jr)। এমনকি দানিলোও (Danilo) ফিট হওয়ার পথে। দুজনেই নক আউট পর্বে কামব্যাক করতে পারেন। তবে খারাপ খবর হল, তিতের (Tite) দলের একাধিক ফুটবলার অজানা ভাইরাল জ্বরে (Viral Fever) আক্রান্ত। ফলে সেলেকাওরা এখন মিনি হাসপাতাল'-এ পরিণত হয়েছে। ইতিমধ্যেই নক আউটে চলে গিয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল। তবে সবাই কিন্তু এই 'অজানা' জ্বর নিয়ে চিন্তায়। এরমধ্যে আবার ৩ ডিসেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামবে ব্রাজিল। শোনা যাচ্ছে প্রি কোয়ার্টার ফাইনালের আগে কোনও বাড়তি ঝুঁকি নিতে নারাজ তিতে। তাই প্রথম একাদশে নাকি ১০টি বদল আনবেন! চোট আর জ্বর মিলিয়ে ব্রাজিল শিবিরে এই মুহূর্তে আক্রান্ত ফুটবলারের সংখ্যা সাত। এই অসুস্থতার তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। নেইমার- গোড়ালির চোট এবং ভাইরাল জ্বর। দানিলো- গোড়ালির চোট। অ্যালেক্স স্যান্দ্রো- নিতম্ব এবং থাই মাসলে চোট। অ্যান্টনি — জ্বর থেকে ওঠার পর অস্বস্তি। পাকুয়েতা- ভাইরাল জ্বর। ভিনিসিয়াস জুনিয়র- ভাইরাল জ্বর। অ্যালিসন— জ্বর জ্বর ভাব সঙ্গে অস্বস্তি। তাই অনেকের প্রশ্ন নক আউটে গিয়ে এই ব্রাজিল খেই হারিয়ে ফেলবে না তো!

Find out more: