ব্রাজিলের প্রবীণতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের ম্যাচ খেলার নজির গড়লেন দানি আলভেস। আলভেসের বয়স এখন ৩৯। এত বয়সে ব্রাজিলের আর কোনও ফুটবলার বিশ্বকাপের ম্যাচ খেলেননি। উল্লেখ্য, এই বিশ্বকাপেই সিলভা ব্রাজিলের প্রবীণতম বিশ্বকাপারের নজির গড়েছিলেন। তাঁর বয়স এখন ৩৮। শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে লুসেইল স্টেডিয়ামে দলকে নেতৃত্বও দেন আলভেস। তাঁর এই নজির অবশ্য শুধুই ব্রাজিলের পুরুষ ফুটবলারদের মধ্যে। তাঁর থেকেও বেশি বয়সে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার কৃতিত্ব রয়েছে ফরমিগার। ২০১৯ সালে মহিলাদের বিশ্বকাপ খেলার সময় তাঁর বয়স ছিল ৪১ বছর। আলভেস ব্রাজিলীয় ফুটবলার হিসাবে নজির গড়লেও কাতার বিশ্বকাপের প্রবীণতম ফুটবলার নন। পর্তুগালের পেপে এবং কানাডার আতিবা হাচিনসন তাঁর থেকে কয়েক মাসের বড়।

অন্যদিকে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরো চিত্র বদলে গেল। ক্যামেরুনের (Cameroon) বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগে ব্রাজিলের (Brazil) একাধিক প্রচারমাধ্যমের দাবি ছিল, নেইমারের (Neymar Jr) চলতি কাতার বিশ্বকাপ অভিযান (FIFA World Cup 2022) শেষ হয়ে গিয়েছে। গত ম্যাচে নেইমারকে তাঁর সতীর্থদের সঙ্গে লুসেল স্টেডিয়ামে দেখা যায়। ম্যাচ না খেললেও তিনি বাকিদের সঙ্গে বল পায়ে অনুশীলন করেন। এরপর বাকিটা সময় ছিলেন নিজের মেজাজে। একেবারে হাসিমুখে। নেইমারকে মাঠে এনে গোটা ফুটবল দুনিয়া, ব্রাজিলের একাধিক প্রচারমাধ্যম ও বিপক্ষ দলগুলোকে বড় স্টেটমেন্ট দিয়েছেন সেলেকাওদের 'বস' তিতে (Tite)। তাই এবার প্রশ্ন, নেইমার কি আগামি ৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন? ক্যামেরুনের কাছে হারের পরেও ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমার শেষ ষোলোয় নেইমারের খেলার নিশ্চয়তা দিতে পারেননি।

Find out more: