লড়াইটা ছিল লিওনেল মেসি (Lionel Messi) বনাম লুকা মদ্রিচের (Luka Modrić)। দুই দলের দুই সেরা ফুটবলারের। সেই লড়াইয়ে মদ্রিচকে হারালেন মেসি। সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড। তবে খালি হাতেই ফিরতে হলো লুকা মদ্রিচকে। ৮০ মিনিটের মাথায় মদ্রিচকে তুলে নেন কোচ দালিচ। নিজের শেষ বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হল তাঁকে। আগের বার ফাইনালে গিয়ে হেরেছিলেন। এ বার সেমিফাইনালেই শেষ হয়ে গেল লড়াই। ম্যাচে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ক্রোয়েশিয়া। অবশেষে ৩-০ গোলে জিতে ফাইনালে পা দিলেন মেসিরা।

আর সেমিফাইনালে খেলতে নেমে মেসি কী কী রেকর্ড করলেন দেখে নেওয়া যাক –

১) বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসকে ছুঁলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি-ম্যাথিউস দুইজনেই দেশের জার্সিতে বিশ্বকাপে খেলেছেন ২৫টি করে ম্যাচ

২) সেমিফাইনালে খেলতে নেমে মেক্সিকোর রাফা মার্কেজকে টপকে বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ খেললেন লিওনেল মেসি। ম্যাচের সংখ্যা -১৯

৩) সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর মেসির বিশ্বকাপে গোল সংখ্যা ছিল ১০, সেমিতে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি হলেন এককভাবে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা

৪) বিশ্বকাপের নকআউটে সব থেকে বেশি ছ’টি অ্যাসিস্ট রয়েছে পেলের। সেমিফাইনালে পেলের রেকর্ড স্পর্শ করলেন মেসি। আলভারেজকে ম্যাজিকাল অ্যাসিস্ট করে নকআউটে ৬ নম্বর অ্যাসিস্ট পূর্ণ করলেন এলএম১০

Find out more: