প্রথম টেস্টে একেবারে ব্যাকফুটে বাংলাদেশ (Bangladesh)। প্রথম ইনিংসে ভারত (India) ৪০৪ রান তোলার পর ব্যাট করতে নামে বাংলাদেশ। আর নেমেই বিপত্তি। একের পর এক উইকেট পতন হতে থাকে। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৮। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম করেন সর্বোচ্চ ২৮ রান। এছাড়া, লিটন দাস ২৪ এবং জাকির হাসান করেন ২০ রান। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪টি উইকেট। প্যাভিলিয়নে ফেরান সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান এবং তাইজুল ইসলামকে। মহম্মদ সিরাজ নেন ৩টি উইকেট। দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ২৭১ রানে পিছিয়ে আছে ভারত।

প্রসঙ্গত, ভারতের প্রথম ইনিংস শেষ ৪০৪ রানে। ইতিবাচক দিক একটাই, ফর্মে ফিরেছেন চেতেশ্বর পূজারা। ৯০ রান করেন তিনি। মারলেন ১১টি চার। আরও একবার সেই চেনা ডিফেন্স দেখা গেল পূজারার ব্যাটে। তবে ১০ রানের জন্য শতরান না আসায় অখুশি নন পূজারা। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিং-এর জন্য আদর্শ ছিল না। এই উইকেটে যেভাবে ব্যাটিং করেছি তাতে আমি খুশি। এরকম ব্যাটিং করলে শতরান আসবে অচিরেই।’ এছাড়া শ্রেয়স আইয়ার ৮৬ এবং ঋষভ পন্থ ৪৬ রান করেন। লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিং করেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৮ রান করেন তিনি। মারেন ২টি চার এবং ২টি ছয়। তাঁকে সঙ্গ দেন কুলদীপ যাদব। তিনি করেন ৪০ রান। বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ইসলাম এবং মেহদি হাসান মিরাজ নেন ৪টি করে উইকেট।


Find out more: