১৫২ বলে ১১০ রানের ইনিংস খেলেন শুভমান গিল।মারলেন ১০টি চার এবং ৩টি ছয়। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। তিনি করেন ১০২ রান। মেরেছেন ১৩টি বাউন্ডারি। দুই ইনিংসেই রান পাওয়ায় স্বভাবতই খুশি সৌরাষ্ট্রের এই ব্যাটার। বাংলাদেশ বোলারদের মধ্যে খালিদ আহমেদ এবং মেহদি হাসান মিরাজ নেন ১টি করে উইকেট।এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলে ফেলে বাংলাদেশ। ২৫ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হাসান শান্ত।১৭ রানে ব্যাটিং করছেন জাকির হাসান। তৃতীয় দিনের শেষে ভারতের থেকে ৪৭১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কোনও মহাকাব্যিক প্রত্যাবর্তন কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। উত্তর অবশ্যই সময় দেবে।
১৫২ বলে ১১০ রানের ইনিংস খেলেন শুভমান গিল।মারলেন ১০টি চার এবং ৩টি ছয়। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। তিনি করেন ১০২ রান। মেরেছেন ১৩টি বাউন্ডারি। দুই ইনিংসেই রান পাওয়ায় স্বভাবতই খুশি সৌরাষ্ট্রের এই ব্যাটার। বাংলাদেশ বোলারদের মধ্যে খালিদ আহমেদ এবং মেহদি হাসান মিরাজ নেন ১টি করে উইকেট।এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলে ফেলে বাংলাদেশ। ২৫ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হাসান শান্ত।১৭ রানে ব্যাটিং করছেন জাকির হাসান। তৃতীয় দিনের শেষে ভারতের থেকে ৪৭১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কোনও মহাকাব্যিক প্রত্যাবর্তন কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। উত্তর অবশ্যই সময় দেবে।