দ্বিতীয় স্থানে পৌঁছে যায় ভারত। শীর্ষ স্থান ধরে রাখল অস্ট্রেলিয়াই। রবিবার সকালে ১৮৮ রানে জেতে ভারত। চট্টগ্রামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পঞ্চম দিনের সকালে খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৫০ মিনিটের মধ্যে শাকিব আল হাসানদের সাজঘরে পাঠিয়ে দেন অক্ষর পটেলরা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৫.৭৭ শতাংশ পয়েন্ট। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারত ১৩টি ম্যাচ খেলে পেয়েছে সাতটি জয়, চারটি হার এবং দু’টি ড্র। ৮৭ পয়েন্ট পেয়েছে ভারত। ৫ পয়েন্ট কাটা গিয়েছিল পেনাল্টি হিসাবে। শীর্ষ স্থানে থাকা অস্ট্রেলিয়ার রয়েছে ৭৬.৯২ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট। চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। এই চার দলের মধ্যে শ্রীলঙ্কার পক্ষে ফাইনালে ওঠা কঠিন।
অন্যদিকে, ওডিআই সিরিজে ফিল্ডিং করার আঙুলের চোটের জন্য চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি রোহিত। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় ভারতে। তাঁর পরিবর্তে দলে ডাক পান অভিমন্যু ঈশ্বরন। রবিবার সকালেই লোকেশ রাহুলের অধিনায়কত্বে ম্যাচ জিতেছে ভারত। রোহিত শর্মা মীরপুর টেস্ট খেলবেন কিনা, তা জানা যাবে এক থেকে দু'দিনের মধ্যে। সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই বললেন তিনি। রাহুল বলেন, ‘পরের ম্যাচে রোহিত থাকবে কিনা, তা আমি নিশ্চিন্ত জানি না। আগামী দু'একদিনের মধ্যে তা স্পষ্ট হবে।’ প্রথম টেস্ট জয় নিয়ে রাহুল জানিয়েছেন, ‘সব বিভাগের সম্পূর্ণ পারফরম্যান্সের জন্য আমরা জিতেছি। আমরা দলগতভাবে খেলেছি। আমরা প্রত্যেক বিভাগে দারুণ খেলেছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং বিভাগেই ছেলেরা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়েছে। বেশিরভাগ ক্যাচ আমরা ধরেছি। নির্দিষ্ট এক-দু'জনের জন্য কোনও ম্যাচ জেতা যায় না। আমরা জিতেছি প্রত্যেক বিভাগের সাফল্যের জন্য।’
Find out more: