চলতি বছর টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করা জোশ লিটলকে নিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ৫০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা জোশকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল নিলামে। শেষ পর্যন্ত চার কোটি ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছেন এই বাঁ-হাতি পেসার। ডাবলিনে জন্মানো ২৩ বছরের পেসার জোশ। এই মুহূর্তে তাঁকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অন্যতম সেরা পেসার হিসেবে দেখা হচ্ছে। চলতি বছর টি-২০ বিশ্বকাপে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ড করেন জোশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেপ্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন কুর্তিস ক্যাম্পফার।

অন্যদিকে, দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ছিল বিনা উইকেটে ৭। শনিবার শুরুতেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তাঁকে সাজঘরে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ব্যর্থ হলেন তিন নম্বরে নামা মোমিনুল হকও (৫)। তাঁকে আউট করলেন মহম্মদ সিরাজ়। রান পেলেন না অধিনায়ক শাকিবও। জয়দেব উনদকাটের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ১৩ রান করে। বিরতির সময় জাকিরের (অপরাজিত ৩৭) সঙ্গে ২২ গজে রয়েছেন লিটন দাস (অপরাজিত শূন্য)। তিনি নামার আগে উইকেটে দাঁড়াতে পারেননি মুশফিকুর রহিমও। মাত্র ৯ রান করে তিনি আউট হয়েছেন অক্ষর পটেলের বলে। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম অক্ষর। ২ ওভার বল করে ২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। উনদকাট ১১ রানে ১ উইকেট, সিরাজ ২১ রানে ১ উইকেট এবং অশ্বিন ২৬ রানে ১ উইকেট নিয়েছেন। বোলারদের দাপটে দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় রয়েছেন লোকেশ রাহুলরা। চট্টগ্রামে প্রথম টেস্টে জিতেছিল ভারত। দুই টেস্টের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন রাহুলরা।

Find out more: