গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘বিশ্বকাপের থেকে বড় কিছু হতে পারে না। সবথেকে বেশি প্রাধান্য বিশ্বকাপেরই পাওয়া উচিত।ক্রিকেটারদের নিজের ফিটনেস বজায় রেখে আইপিএল খেলা উচিত।’
তিনি আরও যোগ করেন, ‘যেসব ক্রিকেটারেরা প্রায় নিশ্চিত বিশ্বকাপ খেলবেই, তাঁরা টি২০ ফরম্যাট থেকে নিজেদের সুবিধা মত বিরতি নিতে পারে।তবে ওয়ান ডে ফরম্যাট থেকে কোনওভাবেই বিরতি নেওয়া উচিত নয়।যেহেতু বিশ্বকাপ রয়েছে এবছরই।’
কিছুদিন আগে বিশ্বকাপ প্রসঙ্গে কপিল দেব বলেন , ‘আমরা যদি মনে করি ২-৩ জন ক্রিকেটার ভারতকে বিশ্বকাপ জেতাবে, তাহলে আমরা ভুল করছি। বিশ্বকাপ জিততে গেলে শুধুমাত্র দু-একজনের ওপর নির্ভর করলে হবে না। ভারতকে টিমগেম খেলতে হবে। সবাইকে পারফর্ম করতে হবে।বিরাট-রোহিতরা অবশ্যই শক্তি যোগাবে টিম ইন্ডিয়াকে।কিন্তু পুরপুরি নির্ভর করা ঠিক হবে না।’
উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপে বড় পরীক্ষা অপেক্ষা করছে বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জন্য। এই বিশ্বকাপে ভারত ভালো কিছু না করলে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে।এমনিতেই রাহুল দ্রাবিড়ের পারফরম্যান্সে খুশি নন বিসিসিআই (BCCI) শীর্ষ কর্তারা। ২০২২ সাল ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জন্য খুব একটা সুখকর হয়নি। গত টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারতে হয় ভারতকে। তখন থেকেই একটা জল্পনা তৈরি হয়েছিল যে সম্ভবত সরিয়ে দেওয়া হতে পারে কোচ রাহুল দ্রাবিড়কে।