রয় কৃষ্ণের (Roy Krishna) মতো স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার ঝুঁকি নিয়েছিলেন ফেরান্দো। ভরসা রেখেছিলেন হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসোর (Liston Colaco) উপর। আইএসএলের (ISL) শুরুর দিকে এই ভরসার যথেষ্ট মর্যাদা দিয়েছিলেন তাঁরা। কিন্তু দলের ইঞ্জিন জনি কাউকো চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় ভারসাম্য নষ্ট হয়েছে। আগের বছরের ২৪ নভেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে চোট পেয়ে গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছেন বড় চেহারার মিডফিল্ডার। সেই সঙ্গে ছন্দ হারিয়েছেন কোলাসোরাও।
এত কিছু সত্ত্বেও ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছে মেরিনার্স (Mariners)। আজ জিতলে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) এবং এফসি গোয়াকে (FC Goa) সরিয়ে তিন নম্বর স্থান দখল করবে তারা। কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবা ছাড়া দলের সবাই ফিট, যা সুখবর।
সবুজ-মেরুনের মতো অবস্থা ওড়িশারও। মরশুমের শুরুটা দুরন্ত হলেও পরে ছড়িয়ে ফেলেছে তারা। ২২ পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে আছে তারা, প্লে অফ স্পটে পৌঁছনোর সম্ভাবনা এখনও আছে। কিন্তু ওড়িশার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং চেন্নাইন এফসি। তবে প্রায় দুই সপ্তাহের বিরতির পর খেলতে নামছে প্রতিবেশী রাজ্যের দল। ফলে তাদের ফুটবলাররা তরতাজা অবস্থায় খেলতে নামবে। শেষ ম্যাচে ওড়িশাকে ৩-১ গোলে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি, সে হতাশাও এতদিনে কাটিয়ে উঠবে।