প্রথম শ্রেণীর ক্রিকেটে (First Class Cricket) পরিবর্তন আনার কথা বললেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তাঁর মতে প্রথম শ্রেণির ক্রিকেট চারদিনের পরিবর্তে পাঁচদিনের করা উচিত। বেশিরভাগ সময়ে চারদিনের ম্যাচে ফলাফল আসে না। রাহানের মতে আরেকটি দিন যদি প্রথম শ্রেণীর ক্রিকেটে বাড়ানো যায়, সেক্ষেত্রে ম্যাচের ফলাফল আসতে বাধ্য।

অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট পাঁচ দিনের হওয়া উচিত। আমরা টেস্ট ক্রিকেট পাঁচদিনেরই খেলে থাকি। এক্ষেত্রে ম্যাচে ফলাফল বেরনোর সম্ভাবনা প্রায় নিশ্চিত। অনেক সময় ফ্ল্যাট ট্র্যাকে চারদিনের ম্যাচে খুব চেষ্টা সত্ত্বেও ফলাফল আসে না। ক্রিকেট ক্যালেন্ডারে এটা কীভাবে ফিট হবে জানা নেই। তবে এতে পরবর্তীতে লাভবান হবেন ক্রিকেটাররাই।’

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে এবছর ভালো ফর্মে ছিলেন অজিঙ্ক রাহানে। সাতটি ম্যাচে করেছেন ৬৩৪ রান। ঝুলিতে রয়েছে দুটি শতরানও।গড় ৫৭.৬৩। ভারতের জার্সি শেষবারের জন্য গায়ে গলিয়েছিলেন গতবছর জানুয়ারিতে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

প্রসঙ্গত, কিছুদিন আগে   অজিঙ্ক রাহানে নিজে বলেছিলেন, ‘আমি পুরনো দিনের কথা ভাবছি।২০০৭-এ যখন আমি প্রথম রঞ্জি ট্রফি খেলতে আসি। সেইসময়ে আমি ম্যাচ নিয়ে কী ভাবতাম, কিভাবে প্রস্তুত হতাম সেটা মনে করার চেষ্টা করছি। আর সেটাই অনুসরণ করছি।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিং-এ খুব বেশি পরিবর্তন করছি না। আমার মন্ত্র কিপ থিংগস সিম্পল।ম্যাচে নামার আগে অনুশীলনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবারের রঞ্জি মরশুমের আগে প্রস্তুতি দারুণ নিয়েছিলাম।ভবিষ্যতের জন্য খুব বেশি ভাবি না। বর্তমানে বাঁচতে ভালোবাসি।’

উল্লেখ্য, ভারতের হয়ে ৮২ টেস্ট, ৯০ ওয়ান ডে এবং ২০ টি-টোয়েন্টি খেলেছেন অজিঙ্ক রাহানে।

Find out more: