সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি (T-20) ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) ১৬৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত (Team India)। ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও সিরিজ ছিনিয়ে নিল হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দল। প্রথমে ব্যাট করে ভারতের করা ২৩৪ রানের ভাড়ে নুইয়ে পড়ল কিউইদের ইনিংস। বুধবার আহমেদাবাদে মিচেল স্যান্টনারদের ইনিংস শেষ হয়ে গেল ১২.১ ওভারে ৬৬ রানে।

কার্যত ভারতের কাছে আজকের ম্য়াচ ছিল ডু-অর-ডাই। যে দল জিতত সেই সিরিজ পকেটে পুরত। এই ছিল ম্যাচের ভবিতব্য। সেই ম্যাচেই ফের জ্বলে উঠল গিলের ব্যাট। তাঁর শতরানে ভর করেই ভারত নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল মাত্র ৬৬ রানে। ভারত জিতল ১৬৮ রানে। তৈরি হল নতুন রেকর্ড। রানের বিচারে আইসিসি-র পূর্ণ সদস্য মর্যাদাসম্পন্ন দেশগুলির বিরুদ্ধে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অতীতে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিলে ভারত। ওয়ানডে-র পর এবার টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের।

এদিন ভারতের দেওয়া ২৩৫ রানের টার্গেট চেজ করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কিউয়িদের ইনিংসে প্রথমে আউট হন ফিন অ্যালেন (৩)। আর বিপক্ষ শিবিরে প্রথম আঘাত আনেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। বড় লক্ষ্যের সামনে প্রথম ওভারেই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় মিচেল স্যান্টনারের দল। পর পর আউট হন ডেভন কনওয়ে (১), মার্ক চ্যাপম্যান (শূন্য), গ্লেন ফিলিপস (২), মিচেল ব্রেসওয়েলরা (৮)। ৪.৩ ওভারে মাত্র ২১ রানেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তখনই ভারতের সিরিজ জয় এক রকম নিশ্চিত হয়ে যায়। বল হাতে হার্দিককে সঙ্গ দেন দুই তরুণ জোরে বোলার আরশদীপ সিংহ এবং উমরান মালিক। হার্দিক একাই তুলে নিলেন চার উইকেট। অর্শদীপ সিং, শিবম মাভি ও উমরান মালিক পেলেন দুই উইকেট করে।


Find out more: