ইতিমধ্যে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডবল সেঞ্চুরির মালিক তিনি, এবার আরও এক রেকর্ডের মালিক হলেন শুবমন গিল (Shubman Gill)। ভারতীয় ক্রিকেটে (Indian Cricketer) সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি ২০ ম্যাচে সেঞ্চুরি করে বিরল নজির গড়লেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে গিল ২০০-র স্ট্রাইক রেটে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন। আর তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ৭টি ছক্কায়। কার্যত কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন তিনি।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই নিরিখে তিনি ভেঙে দেন বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড। কোহলি ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করে অপরাজিত থাকেন। এতদিন সেটিই ছিল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এবার অপরাজিত ১২৬ রান করে সেই রেকর্ড নিজের দখলে নিলেন গিল।

আরও পড়ুন: India vs New Zealand T20 Series: ১৬৮ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরল ভারত

একনজরে দেখে নেওয়া যাক গিল কী কী রেকর্ড গড়লেন:

১) সব থেকে বেশি রানের আন্তর্জাতিক টি-২০ ইনিংস খেলা ভারতীয় হলেন শুবমন গিল। আজকের ম্যাচে গিল অপরাজিত ১২৬ রান করেন

২) ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করেন শুবমন গিল

৩) পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করেন গিল

৪) সব থেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করার রেকর্ড গড়েন শুভমন গিল

Find out more: