প্রহর গোনা শুরু। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু বর্ডার-গাভাসকর (Border-Gavaskar) সিরিজ। এই বিশেষ সিরিজের জন্য দুই শিবিরই করছে বিশেষ ‘হোম-ওয়ার্ক’। অস্ট্রেলিয়ার মাটিতে গত বর্ডার-গাভাসকর সিরিজ ভারত (India) জিতেছিল। এবারও সেই ধারাই ধরে রাখতে বদ্ধপরিকর  টিম ইন্ডিয়া (Team India)। মেলবোর্নে কৃত্রিম উইকেট তৈরি করে বিশেষ প্রস্তুতি নিয়ে ভারতে এসেছেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। ভারতের মাটিতে কেমন হতে চলেছে উইকেট- এটাই এখন সবথেকে বড় প্রশ্ন? প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার ইয়ান হিলি ভারতের উইকেট নিয়ে বিশেষ মন্তব্য করেছেন।

ইয়ান হিলি বলেন, ‘যদি ভালো উইকেট হয়, প্রথম দু’দিন ব্যাটিং সহায়ক এবং ম্যাচের শেষের দিকে বল যদি টার্ন করে তাহলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া জিতবে। তবে প্রথমদিন থেকেই উইকেট যদি টার্ন করে, অসমান বাউন্স দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভারত জিতবে।‘ বলা যেতে পারে নিজের এই মন্তব্য করে বিসিসিআই-কে কিছুটা খোঁচা দেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

উল্লেখ্য, ২০০৪-০৫ সালে অ্যাডাম গিলক্রিস্টের (Adam Gilchrist) নেতৃত্বে ভারতের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর কেটে গিয়েছে ১৯ বছর। এবার খরা কাটাতে মরিয়া অজি ব্রিগেড।

কামিন্স অধিনায়ক হওয়ার পর দুরন্ত ছন্দে অস্ট্রেলিয়া। ২০২১ সালে টিম পেইনের জায়গায় দায়িত্ব নেন তারকা পেসারটি। তাঁর নেতৃত্বে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিট প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়ার। সব কিছু ঠিক থাকলে টিম ইন্ডিয়াই হবে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ। তাই ভারত সফরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ডনের দেশ।

কামিন্সদের সতর্ক করে দিয়েছেন অ্যালান বর্ডার। প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, ‘আগামী এক বছর অস্ট্রেলিয়াকে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। রয়েছে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজ। তবে তার আগে ভারত সফর ক্যাপ্টেন কামিন্সের কাছে অ্যাসিড টেস্ট। দেশের মাটিতে ওদের হারানো সহজ ব্যাপার নয়। আমরা বহুদিন ওখানে টেস্ট সিরিজ জিতিনি। এবার কামিন্সরা সেই ধারা কাটিয়ে উঠতে পারে কিনা, সেটাই দেখার!’

Find out more: