কী কী ব্যবস্থা নিচ্ছে সিএবি?
* অবাধ দর্শক প্রবেশের ব্যবস্থা। বাংলাকে সমর্থন করতে যাতে বেশি সংখ্যক দর্শক ইডেনে হাজির হয় তার জন্য বিনামূল্যে ইডেনের দরজা খুলে দেওয়ার সিধান্ত নিয়েছে সিএবি। ইডেনের বি, সি, কে, এল ব্লকে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা। লাগবেনা কোনও টিকিট।
* এরপর ফাইনাল ম্যাচে ঐতিহ্যশালী ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, খেলা শুরুর প্রথম দিন ইডেন বেল বাজাবেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। শেষবার বাংলার ক্রিকেট দলের রঞ্জি ট্রফি জয়ী অধিনায়ক ছিলেন তিনি।
* রঞ্জি জয়ী বাংলার সব ক্রিকেটারদের ফাইনাল ম্যাচের পাঁচ দিন উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির পক্ষ থেকে।
এছাড়াও, এবার ইডেনে হতে চলা রঞ্জি ফাইনালে সম্পূর্ণ ডিআরএস আন্তর্জাতিক নিয়ম মেনে করা হবে। এর আগের বছর প্রচুর অভিযোগ উঠেছিল ভুল সিদ্ধান্ত নিয়ে। ম্যাচগুলি টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের আশঙ্কা।