বড় ধাক্কা অস্ট্রেলিয়ার (Australia)। চোটের কারণে দ্বিতীয় টেস্ট (2nd Test) থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। মহম্মদ শামির (Mohammed Shami) বলে মাথায় চোট পান ওয়ার্নার। এর জেরে দিল্লি টেস্টে খেলতে পারবেন না তিনি। তাঁর পরিবর্ত হিসেবে ম্যাট রেনশওকে (Matt Renshaw) দলে নিচ্ছে অস্ট্রেলিয়া।

দিল্লির অরুণ জেটলি স্ট্যাডিয়ামে প্রথম দিনের প্রথম সেশনেই শামির বলে মাথায় চোট পান ওয়ার্নার। সরাসরি বল গিয়ে লাগে হেলমেটে। মাঠে চিকিৎসক এসে দেখে যান ওয়ার্নারকে। এরপরও শামির বল ওয়ার্নারের হেলমেটে লাগে। অবশ্য তাঁকে ব্যাট করতে দেখা যায়নি অনেক্ষণ। শামির বলে আউট হয়ে ১৫ রান করে মাঠা ছাড়েন তিনি।

শুক্রবার ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে তখন ফিল্ডিং করতে নামেননি ওয়ার্নার। সাজঘরেই বসেছিলেন তিনি। তখনই জল্পনা শুরু হয়েছিল, তবে কি দ্বিতীয় ইনিংসে খেলতে পারবেন না তিনি। সেই জল্পনাই সত্যি হল। যেহেতু ওয়ার্নারের মাথায় চোট লেগেছে তাই কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না চিকিৎসকেরা। ম্যানেজমন্টের তরফে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অন্যদিকে, নিজে গোল করতে পারলেন না। কিন্তু সতীর্থকে দিয়ে গোল করালেন। সৌদি আরবের আল নাসেরের হয়ে প্রথম অ্যাসিস্ট পেয়ে গেলেন রোনাল্ডো। শুক্রবার রাতে তাঁর ক্লাব ২-১ গোলে হারাল আল তাউনকে। আব্দুলরহমান ঘারিবকে দিয়ে গোল করালেন রোনাল্ডো। মাঝ মাঠে দু’দলের খেলোয়াড়রা বল দখলের লড়াই করছিলেন। এমন সময় এক সতীর্থের গায়ে লেগে বল আসে রোনাল্ডোর কাছে। পর্তুগিজ তারকা আগেই দেখেছিলেন বিপক্ষের অর্ধে দাঁড়িয়ে রয়েছেন ঘারিব। রোনাল্ডো বল না ধরে চলতি বলে ক্রস করেন ঘারিবের উদ্দেশে। সৌদি আরবের এই উইঙ্গার বলটি ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের বাঁ দিক দিয়ে গোল করেন।

Find out more: