এক ক্রীড়া সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, আমি তো ৪-০ দেখছি। ভারতকে হারানো অস্ট্রেলিয়ার পক্ষে কঠিন। এই ধরনের পরিবেশে আমরা অনেক বেশি ভালো দল। মহারাজের ভবিষ্যদ্বাণী সত্যি না হওয়ার কোনও কারণ নেই। অস্ট্রেলিয়া শিবিরের অবস্থা শোচনীয়। অশ্বিন-জাদেজার (Ashwin-Jadeja) স্পিন-রহস্যের কোনও হদিশ পাচ্ছেন না অজি ব্যাটাররা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অজি ব্যাটিং লাইনআপ। ৮৫ রানে ২ উইকেট থেকে ১১৩ রানে সব উইকেট হারায় তারা। ইন্দোরের (Indore) পিচও স্পিন সহায়কই হবে।
প্রসঙ্গত, সিরিজে ৪-০ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে ভারত। জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হবে এই টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, ৪-০ জয় প্রতিপক্ষের প্রতি একটা জোরালো মানসিক সিগন্যাল পাঠাবে। তবে শাস্ত্রীর মতে, ইংল্যান্ডের (England) মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে, যা একেবারে অন্য পরিবেশ। সে সময় অস্ট্রেলিয়ার সেরা পেসাররা চোট সারিয়ে দলে ফিরবেন।
অস্ট্রেলিয়া শিবিরের এখন ভগ্নদশা। চোটে কাবু একাধিক, অ্যাশটন অ্যাগার (Ashton Agar) ঘরোয়া ক্রিকেট খেলতে দেশে ফিরে গিয়েছেন। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় টেস্ট খেলতে পারছেন না অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন স্মিথ।