তৃতীয় একদিনের ম্যাচে জিততে মরিয়া দুই শিবির। কারণ, আজ যে দল জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে সিরিজ ১-১ অবস্থায় দাঁড়িয়ে। ইতিমধ্যেই  টস হয়ে গিয়েছে। টসে জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, ‘আমরা টসে জিতলে বোলিং-ই নিতাম। সিরিজ দারুণ জায়গায় দাঁড়িয়ে। আমরা অবশ্যই প্রত্যাবর্তন করতে চাইব এবং সিরিজ জিততে চাইব। আমরা ভেবেছিলাম চারজন সিমার খেলাবো, কিন্তু চেন্নাই এর উইকেট দেখে ৩ জন স্পিনার খেলানোরই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।‘
ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। একনজরে দেখে নেওয়া যাক ভারতের চূড়ান্ত একাদশ-

এক নজরে দেখে নিন ভারতের চূড়ান্ত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

অস্ট্রেলীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। চেন্নাইতে ডেভিড ওয়ার্নার এবং অ্যাশটন অ্যাগারকে দলে নেওয়া হয়েছে। একনজরে চোখ রাখা যাক অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশের দিকে-

এক নজরে দেখে নিন অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে, অ্যালেক্স ক্যারে, অ্যাশটন অ্যাগর, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা
 
স্টিভ স্মিথ বলেন, ‘উইকেট অনেকটাই শুকনো। এই মুহূর্তে ব্যাটিং সহায়ক। স্কোরবোর্ডে বড় রান তুলে ভারতকে চাপে ফেলতে চাই।‘ চেন্নাইতে শেষ হাসি কে হাসবে এখন তারই অপেক্ষা।

Find out more: