ভারতের গ্রুপে যারা আছে তাদের মধ্যে ফিফা র্যাংকিংয়ে ভারতই সব থেকে নীচে। অস্ট্রেলিয়ার র্যাংকিং ২৯, উজবেকিস্থানের ৭৪, সিরিয়ার ৯০ এবং ভারতের ১০১। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দল যাবে প্রিকোয়ার্টার ফাইনালে। সুনীল ছেত্রীদের যা শক্তি তাতে তারা সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে নক আউটে যেতে পারে। সুনীল ছেত্রীর এটাই শেষ আর্ন্তজাতিক টুর্নামেন্ট। দেখা যাক, তিনি তাঁর দলকে শেষ ষোলয় তুলতে পারেন কি না। ২০২৩-র জুনে এশিয়া কাপ হওয়ার কথা ছিল চিনে। কিন্তু করোনার জন্য চিন তাদের দেশে টুর্নামেন্ট করতে দেয়নি। তখন কাতার এগিয়ে আসে।
ভারতের গ্রুপে যারা আছে তাদের মধ্যে ফিফা র্যাংকিংয়ে ভারতই সব থেকে নীচে। অস্ট্রেলিয়ার র্যাংকিং ২৯, উজবেকিস্থানের ৭৪, সিরিয়ার ৯০ এবং ভারতের ১০১। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দল যাবে প্রিকোয়ার্টার ফাইনালে। সুনীল ছেত্রীদের যা শক্তি তাতে তারা সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে নক আউটে যেতে পারে। সুনীল ছেত্রীর এটাই শেষ আর্ন্তজাতিক টুর্নামেন্ট। দেখা যাক, তিনি তাঁর দলকে শেষ ষোলয় তুলতে পারেন কি না। ২০২৩-র জুনে এশিয়া কাপ হওয়ার কথা ছিল চিনে। কিন্তু করোনার জন্য চিন তাদের দেশে টুর্নামেন্ট করতে দেয়নি। তখন কাতার এগিয়ে আসে।