এবার রজনীকান্তকে নিয়ে নতুন খবর সংবাদ এর শিরোনামে উঠে এসেছে। শুধু রজনীকান্ত নয় এবার নতুন ধামাকা। ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন কপিল দেবের সঙ্গে একসাথে পর্দায় দেখা যাবে নাকি 'থালাইভা' রজনীকান্তকে। হ্যাঁ ঠিকই শুনেছেন রজনীকান্ত-কন্যা ঐশ্বর্য 'লাল সেলাম' নামে একটি ছবি পরিচালনা করছেন। আর সেই ছবিতেই একসঙ্গে পর্দায় দেখা যাবে রজনীকান্ত এবং কপিল দেব কে। এই খবর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ রজনীকান্ত। কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে রজনীকান্ত লিখেছেন, 'আমার কাছে যথেষ্ট গর্বের বিষয় যে এরকম এ কিংবদন্তীর সঙ্গে কাজ করব। যে বিশ্ব দরবারে আমাদের দেশকে গর্বিত করেছে'।সেই টুইট শেয়ার করে টুইটারে ছবির পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত লিখেছেন, ‘এই মুহূর্তটা চিত্রায়ণ করতে পারা আমার জন্য গর্বের ও সম্মানের ছিল বাবা। দুজনই দুর্দান্ত করেছ।’ অনুরাগীরা বলেছে একেই বলে 'ডবল ধামাকা'।
এবার রজনীকান্তকে নিয়ে নতুন খবর সংবাদ এর শিরোনামে উঠে এসেছে। শুধু রজনীকান্ত নয় এবার নতুন ধামাকা। ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন কপিল দেবের সঙ্গে একসাথে পর্দায় দেখা যাবে নাকি 'থালাইভা' রজনীকান্তকে। হ্যাঁ ঠিকই শুনেছেন রজনীকান্ত-কন্যা ঐশ্বর্য 'লাল সেলাম' নামে একটি ছবি পরিচালনা করছেন। আর সেই ছবিতেই একসঙ্গে পর্দায় দেখা যাবে রজনীকান্ত এবং কপিল দেব কে। এই খবর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ রজনীকান্ত। কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে রজনীকান্ত লিখেছেন, 'আমার কাছে যথেষ্ট গর্বের বিষয় যে এরকম এ কিংবদন্তীর সঙ্গে কাজ করব। যে বিশ্ব দরবারে আমাদের দেশকে গর্বিত করেছে'।সেই টুইট শেয়ার করে টুইটারে ছবির পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত লিখেছেন, ‘এই মুহূর্তটা চিত্রায়ণ করতে পারা আমার জন্য গর্বের ও সম্মানের ছিল বাবা। দুজনই দুর্দান্ত করেছ।’ অনুরাগীরা বলেছে একেই বলে 'ডবল ধামাকা'।