রিঙ্কু সিং (Rinku Singh)। এই নাম এখন প্রত্যেকের মুখে মুখে ঘুরছে। ২০২৩ আইপিএল অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে রিঙ্কু সিং(Rinku Singh)-এর জন্য। শুধুমাত্র গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পরপর পাঁচটি ছয় মারার জন্য নয়; কেকেআর জার্সিতে প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিয়েছেন। উল্লেখ্য, কমলা টুপির তালিকায় প্রথম দশে থাকা কেকেআরের একমাত্র ক্রিকেটার রিঙ্কু। ১৪ ম্যাচে করেছেন ৪৭৪ রান। আইপিএলে ভালো খেলায় এ বার কি তিনি জাতীয় দলের স্বপ্ন দেখছেন? রিঙ্কু অবশ্য জানিয়েছেন, তিনি শুধু ভাল খেলে যেতে চান।

রিঙ্কুর পারফরম্যান্স দেখে খুশী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরা। প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri)। তিনি বলেছেন, 'রিঙ্কুকে এবার ভারতীয় দলের জন্য ভাবা উচিত।' এই কথা শুনে আপ্লুত রিঙ্কু ম্যাচ শেষে বলেছেন, 'কেউ যখন আমার প্রশংসা করে, নিঃসন্দেহে ভালো লাগে। কিন্তু ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে এখনই ভাবছি না। আইপিএল এ বারের মতো শেষ। আবার আগের মতো পরিশ্রম শুরু করব। এখানেই থামছি না। আমি শুধু ভাল খেলতে চাই।'

কেকেআর ব্যাটার আরও বলেছেন, 'পরিবারের সকলে খুব খুশি। বন্ধুরাও আমাকে নিয়ে গর্বিত। সমর্থকেরা আমাকে নিয়ে খুশি। ক্রিকেটার হিসেবে এগুলোই তো প্রাপ্তি। কিন্তু এই কথা ভেবে বসে থাকলে হবে না। এভাবেই খেলে যেতে হবে।'

রিঙ্কু সিং যেভাবে পারফর্ম করছেন, তাতে কেউ তাঁকে ‘এক ম্যাচের বিস্ময়’ বলতে নারাজ। যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন চলতি আইপিএলে, তাতে বোঝাই যাচ্ছে- 'লম্বা রেসের ঘোড়া রিঙ্কু'। স্নায়ুর লড়াইয়ে ইতিমধ্যেই লেটার মার্কস নিয়ে পাশ করেছেন শাহরুখের দলের 'বাজীগর'।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে  মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের পর ভারতীয় দলে ফিনিশারের অভাব রয়েছে। তাই আগামীতে জাতীয় দলের জার্সিতে যদি প্রকৃত ফিনিশারের ভূমিকায় দেখা যায় রিঙ্কুকে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Find out more: