গ্রুপ লিগের শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের যোগ্যতা অর্জন নিশ্চিত ছিল না সিএসকে-র। শেষ পর্যন্ত দুইয়ে শেষ করে কোয়ালিফায়ার ওয়ান খেলার সুযোগ পায়। আর এখন ২০২৩ আইপিএলের ফাইনালে ধোনির দল। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে (GT) ১৫ রানে হারিয়ে এই নিয়ে ১০ বার এই টুর্নামেন্টের উঠলেন তাঁরা। আর কোনও দল এতবার ফাইনালে উঠতে পারেনি।
ম্যাচের শেষে হেরে যাওয়া দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুখে হাসি দেখা গেল। ফাইনালে ওঠার আরও একটা সুযোগ আছে বলেই হয়তো হাসিমুখ। ম্যাচের ময়নাতদন্তে বসলে কিন্তু মুখ গম্ভীর হতে বাধ্য তাঁর।
চেন্নাইয়ের হয়ে সেরা বোলিং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja), চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। শ্রীলঙ্কান স্পিনার মহিশ থিকসানা, দীপক চাহার, মাথিশা পাথিরানাও প্রত্যেকে দুই উইকেট করে নিলেন। লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশনের কার্বন কপি পাথিরানা ১৫০ কিমি বেগে বল করলেন। মাত্র পাঁচ বোলারই ব্যবহার করেছেন ধোনি, তাঁর বোলিং চেঞ্জগুলো কাজে দিয়েছে সঠিকভাবে। হাঁটুতে চোট, ভালো দৌড়তে পারছেন না, কিন্তু মগজাস্ত্র এখনও আগের মতোই ধারালো। আর তাতে ভর করেই পঞ্চমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে সিএসকে।