জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, এবার নিশ্চিত হয়ে গেল। এ মরশুমের শেষেই প্যারিস সাঁ জারমাঁ (Paris Saint Germain) ছাড়ছেন লিওনেল মেসি (Lionel Messi)। একথা জানিয়েছেন ক্লাবের কোচ ক্রিস্টোফ গলতিয়েঁ (Christophe Galtier)। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ পেয়েছিলাম আমি। পার্ক ডেস প্রিন্সেসে (Parc des Princess) ক্লেরমন্টের বিরুদ্ধে লিও শেষ ম্যাচ খেলবে।

আগামী শনিবার রাতে ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে মরশুমের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। দুই বছর খেলার পর পিএসজি (PSG) অধ্যায় শেষ হবে সেদিনই। তবে এরপর কোথায় যাচ্ছেন তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত।

৩৫ বছর বয়সি মেসির সবথেকে বড় সম্ভাবনা বার্সেলোনায় (Barcelona FC) ফিরে যাওয়ার। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে বহু কাঠখড় পোড়াচ্ছে কাতালুনিয়ার ক্লাব। এ সপ্তাহেই বার্সার কোচ জাভি (Xavi Hernandez) বলেন, আমি প্রেসিডেন্টকে বলেছি মেসির প্রত্যাবর্তন দলের কাজে লাগবে। কোনও সন্দেহ নেই, ও আমাদের সিস্টেম এবং আইডিয়ার জন্য একদম সঠিক লোক। লিওকে নিয়ে আমার মাথায় ট্যাকটিক্যাল পরিকল্পনা আছে। আমার মনে হয় এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে, আমি ওর সঙ্গে কথা বলছি।

পুরনো ক্লাবে ফিরে যাওয়া অবশ্যই ‘রোম্যান্টিক’ হবে। তবে মেসিকে অবিশ্বাস্য পরিমাণ অর্থের টোপ দিয়ে দলে ভেড়ানোর ক্লাবের অভাব নেই। মেজর লিগ সকারে ডেভিড বেকহ্যামের (David Beckham) মালিকানাধীন ইন্টার মায়ামি (Inter Miami) সাতবারের ব্যালন ডোর জয়ীকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। টাকার থলি নিয়ে বসে আছে সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল হিলাল (Al Hilal)। দুই বছরের চুক্তিতে মেসিকে ১০০ কোটি ডলার দিতে প্রস্তুত তারা। তিনি রাজি হলে ফের মেসি-রোনাল্ডো (Messi-Ronaldo) দ্বৈরথ দেখা যাওয়ার সম্ভাবনা।

পিএসজির হয়ে মেসির পারফর্ম্যান্স ঠিক মেসি-সুলভ নয়। প্যারিসের জার্সিতে ৭৪ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন। অবশ্য বহু গোলের পাস বাড়িয়েছেন। তবে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দাপটে চাপা পড়ে গিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী। এদিকে মেসিকে নিয়ে পিএসজি সমর্থকরাও অসন্তুষ্ট। বিশেষে করে বিশ্বকাপ ফাইনালের পর তিনি ফরাসিদের চক্ষুশূল হয়েছেন তিনি। পার্ক ডেস প্রিন্সেসের মাঠে মেসির বিরুদ্ধে স্লোগান উঠেছে। মেসিও নিশ্চয়ই বিরক্ত, তাই প্যারিসের পাট চুকিয়ে দিলেন।    

Find out more: