ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসন্ন বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম পেয়েছে পাঁচটি ম্যাচ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশ খেলবে সেখানে। সেইজন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিডিসিএ। ২৫ কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে দিল্লির স্টেডিয়াম।

গত এপ্রিল মাসে ভারতের সব মাঠ পরীক্ষা করে দেখেছিল বিসিসিআই। দিল্লির মাঠে বেশ কিছু সংস্কার দরকার বলে জানিয়েছিল বোর্ড। তার মধ্যে অন্যতম শৌচাগার। সেই কাজই শুরু করেছে দিল্লি ক্রিকেট সংস্থা। তার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দিল্লি ছাড়াও কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও মোহালিতেও কিছু সংস্কার করার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। তার মধ্যে মোহালি ছাড়া বাকি মাঠগুলি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে।

দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্মসচিব রাজন মনচন্দা বলেছেন, 'আমাদের পাঁচটি খেলা দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। মাঠে কিছু সংস্কার করতে চাই আমরা। যাতে দর্শকেরা আরও আরাম করে খেলা দেখতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। মাঠের শৌচাগারের পাশাপাশি দর্শকাসনের দিকেও নজর দিচ্ছি। কিছু জায়গায় রং করাতে হবে। এ ছাড়া টিকিট বিক্রি করার অ্যাপেও কিছু বদল দরকার।'

এছাড়া  তিনি আরও বলেন, 'শৌচাগার সব সময় পরিষ্কার রাখা হবে। দর্শকদের বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে। তার জন্য স্টেডিয়ামে কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে। আশা করছি ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব কাজ হয়ে যাবে।'

দিল্লিতে বিশ্বকাপের ম্যাচ—

•    দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ২ (৭ অক্টোবর)
•    ভারত বনাম আফগানিস্তান (১১ অক্টোবর)
•    ইংল্যান্ড বনাম আফগানিস্তান (১৪ অক্টোবর)
•    অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ১ (২৫ অক্টোবর)
•    বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২ (৬ নভেম্বর)

Find out more: