আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়ে ফেললেন বাংলাদেশের (Bangladesh) তারকা ব্যাটার তামিম ইকবাল (Tamim Iqbal)। ৫০ ওভার বিশ্বকাপের (CWC 2023) আর তিন মাসও বাকি নেই, এ সময়ে তামিমের এই সিদ্ধান্তে অবাক বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। ২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটেছিল বাঁ-হাতি ব্যাটারের। বর্তমানে ওডিআই (ODI) দলের অধিনায়ক ছিলেন তিনিই, তাই এই সিদ্ধান্ত আরও বেশি অবাক করছে।

আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বঙ্গব্রিগেড। চট্টগ্রামের মাঠে (Chattogram) সেই ম্যাচে ২১ বলে ১৩ রান করে ফজলহক ফারুকির বলে আউট হয়ে যান। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলন ডেকে খেলা ছাড়ার ঘোষণা করে দেন তামিম। টি২০ ফর্ম্যাট থেকে ২০২২ সালেই অবসর নিয়েছিলেন তিনি। শেষ টেস্ট খেলেছিলেন এ বছর এপ্রিল মাসে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে।

২০০৭ সালে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক তামিমের। সে ম্যাচে করেছিলেন মাত্র ৫ রান। তবে সে বছরই ওয়েস্ট ইন্ডিজে (West Indies) অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে ব্যাট হাতে দলের ভরসা হয়ে ওঠেন। গ্রুপ পর্বে ভারতকে (India) হারিয়ে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ, সে ম্যাচে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেছিলেন বাঁ-হাতি ওপেনার।


ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমই। ২৪১টি ম্যাচে করেছেন মোট ৮৩১৪ রান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ১৪টি ওডিআই সেঞ্চুরির রেকর্ডও তাঁরই দখলে। টেস্ট ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ৭০টি ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫১৩৪ রান। তাঁর অবসরে বাংলাদেশ ক্রিকেটে সাময়িকভাবে শূন্যস্থান হবে বলাই বাহুল্য।

তামিমের জায়গায় ওয়ান ডে-র অধিনায়ক কাকে করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) চিন্তা এখন সেটাই। এই মুহূর্তে টি২০ দলের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস (Litton Das)। পরশু অর্থাৎ ৮ জুলাই আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ, তাই নতুন নেতা বাছতে হবে যত দ্রুত সম্ভব।  

Find out more: