আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বঙ্গব্রিগেড। চট্টগ্রামের মাঠে (Chattogram) সেই ম্যাচে ২১ বলে ১৩ রান করে ফজলহক ফারুকির বলে আউট হয়ে যান। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলন ডেকে খেলা ছাড়ার ঘোষণা করে দেন তামিম। টি২০ ফর্ম্যাট থেকে ২০২২ সালেই অবসর নিয়েছিলেন তিনি। শেষ টেস্ট খেলেছিলেন এ বছর এপ্রিল মাসে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে।
২০০৭ সালে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক তামিমের। সে ম্যাচে করেছিলেন মাত্র ৫ রান। তবে সে বছরই ওয়েস্ট ইন্ডিজে (West Indies) অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে ব্যাট হাতে দলের ভরসা হয়ে ওঠেন। গ্রুপ পর্বে ভারতকে (India) হারিয়ে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ, সে ম্যাচে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেছিলেন বাঁ-হাতি ওপেনার।
তামিমের জায়গায় ওয়ান ডে-র অধিনায়ক কাকে করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) চিন্তা এখন সেটাই। এই মুহূর্তে টি২০ দলের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস (Litton Das)। পরশু অর্থাৎ ৮ জুলাই আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ, তাই নতুন নেতা বাছতে হবে যত দ্রুত সম্ভব।