গ্রামবাংলার ভোট (Vote) নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তারমধ্যেই আবহাওয়ার খামখেয়ালিপনায় বর্ষাকালেও (Monsoon) দেখা নেই বৃষ্টির। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। প্যাচপ্যাচে গরমে নাজেহাল পরিস্থিতি। কবে নামবে স্বস্তির বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? এই অবস্থায় এখনও কোনও আশার খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও ঝেঁপে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পুর্বাভাস রয়েছে। আজ শহর কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিন্ম তাপমাত্রা থাকার কথা ২৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রার খুব বেশি বদল হবে না। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেখানে ১৪ জুলাই অবধি দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।


তবে মাঝে মাঝে রোদ বৃষ্টির খেলায় শরতের আগমণের সুর বাজছে, যেন মা দুর্গা আসছেন।

Find out more: