চন্দ্রপল পরিবারের বাবা-ছেলেকে শুধু অশ্বিন নন, আরও দু’জন আউট করেছেন। তাঁরা হলেন অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হারমার। তবে সবার আগে এই কীর্তি করেন কিংবদন্তি ইংরেজ অলরাউন্ডার ইয়ান বথাম (Ian Botham)। তিনি আউট করেছিলেন নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নস এবং তাঁর পুত্র ক্রিস কেয়ার্নসকে। এই দু’জনকে তারপরে আউট করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। পিতা-পুত্রকে প্যাভিলিয়নে পাঠানোর এই বিরল তালিকায় শামিল হলেন এবার অশ্বিন।
চন্দ্রপল পরিবারের বাবা-ছেলেকে শুধু অশ্বিন নন, আরও দু’জন আউট করেছেন। তাঁরা হলেন অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার সাইমন হারমার। তবে সবার আগে এই কীর্তি করেন কিংবদন্তি ইংরেজ অলরাউন্ডার ইয়ান বথাম (Ian Botham)। তিনি আউট করেছিলেন নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নস এবং তাঁর পুত্র ক্রিস কেয়ার্নসকে। এই দু’জনকে তারপরে আউট করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram)। পিতা-পুত্রকে প্যাভিলিয়নে পাঠানোর এই বিরল তালিকায় শামিল হলেন এবার অশ্বিন।