এখন কেমন আছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? কবে ফিরবেন ভারতীয় দলে? এই প্রশ্ন সবার। কিন্তু উত্তর এখনও অজানা। তবে সূত্রের খবর, নিজেকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন এই ভারতীয় বোলার। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থেকে পুরোপুরি ফিট হওয়ার পথে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

এক দিনের বিশ্বকাপে বুমরাকে দলে রাখার জন্য মরিয়া ভারত। বেশ কয়েক মাস ধরেই দলের বাইরে রয়েছেন বুমরা। তাঁর অস্ত্রোপচার হয়েছে। রিহ্যাব হয়েছে। এখন তিনি কোনও অসুবিধা ছাড়াই বল করছেন ক্রিকেট অ্যাকাডেমিতে। নিয়মিত ব্যাট করছেন শ্রেয়স আয়ারও।

মার্চে অস্ত্রোপচার হয় বুমরার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব হয় তাঁর। সেখানে ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতে রিহ্যাব হয় বুমরার। সুস্থ হয়ে এখন তিনি পূর্ণশক্তিতে প্রতি দিন ৮-১০ ওভার বল করছেন বলে জানা গিয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে। বুমরাকে সেখানে ফেরানোর পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু বুমরা যে ভাবে দ্রুত উন্নতি করছেন, তাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে তাঁকে।

গত বছর সেপ্টেম্বরে শেষ বার ম্যাচ খেলেছিলেন বুমরা। তাই এশিয়া কাপের মতো প্রতিযোগিতার আগে দ্বিপাক্ষিক সিরিজ়ে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাকে কিছু অনুশীলন ম্যাচেও খেলানো হতে পারে।


অন্যদিকে, অবশেষে লিওনেল মেসিকে (Lionel Messi) দেখা গেল ইন্টার মিয়ামির (Inter Miami) জার্সিতে। ২০২৫ সাল পর্যন্ত আমেরিকার (USA) এই ক্লাবের সঙ্গে যুক্ত হলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেজর লিগ সকার, ইন্টার মিয়ামির সোশ্যাল মিডিয়া কিংবা মেসির ইন্টাগ্রাম খুললেই দেখা যাবে পিন্ক জার্সির পরা সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়কের ছবি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ৩৬ বছর বয়সী মেসি নিজেই বলেছেন, “এটা একটা দুর্দান্ত সুযোগ এবং একসঙ্গে আমরা সুন্দর প্রকল্পটি তৈরি করতে থাকব।”

Find out more: