বুধবার মোহনবাগান মাঠে ছিল উৎসবের মেজাজ। দলের নতুন তিন ফুটবলার জেসন কামিংস, অনিরুদ্ধ থাপা এবং আনোয়ার আলিকে বরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে সবুজ মেরুন জনতা। মাঠের মধ্যে ঢুকে ফুটবলারদের গলায় মালা পরান সমর্থকরা। ছিলেন কোচ জুয়ান ফেরান্দোও। কিন্তু এত সমর্থনের পরেও দলের কাঙ্খিত জয় কিন্তু আসেনি। আসলে এবারের লিগে বিদেশি নেই। তাই দেশীয় ফুটবলারদের নিয়ে গড়া দলগুলোর মধ্যে তেমন ফারাক নেই। সেটাই প্রকট হল এই ম্যাচে। কালীঘাট এতই ভাল খেলল যে ম্যাচের সেরাও হয়েছেন তাদের উমর মুখতার। সব মিলিয়ে দিনটা সবুজ মেরুনের ছিল না।
বুধবার মোহনবাগান মাঠে ছিল উৎসবের মেজাজ। দলের নতুন তিন ফুটবলার জেসন কামিংস, অনিরুদ্ধ থাপা এবং আনোয়ার আলিকে বরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে সবুজ মেরুন জনতা। মাঠের মধ্যে ঢুকে ফুটবলারদের গলায় মালা পরান সমর্থকরা। ছিলেন কোচ জুয়ান ফেরান্দোও। কিন্তু এত সমর্থনের পরেও দলের কাঙ্খিত জয় কিন্তু আসেনি। আসলে এবারের লিগে বিদেশি নেই। তাই দেশীয় ফুটবলারদের নিয়ে গড়া দলগুলোর মধ্যে তেমন ফারাক নেই। সেটাই প্রকট হল এই ম্যাচে। কালীঘাট এতই ভাল খেলল যে ম্যাচের সেরাও হয়েছেন তাদের উমর মুখতার। সব মিলিয়ে দিনটা সবুজ মেরুনের ছিল না।