কিন্তু ইদানীং ফর্ম ভালো যাচ্ছে না অ্যান্ডারসনের। চলতি অ্যাশেজ সিরিজে (Ashes Series) পারফর্ম্যান্স খুবই সাদামাঠা। স্বভাবতই জল্পনা উঠেছে তাঁর অবসর নিয়ে। এমনও গুঞ্জন উঠেছে, এই অ্যাশেজ সিরিজের পরেই ক্রিকেটকে গুডবাই জানাবেন আধুনিক যুগের ‘সুলতান অফ সুইং’ (Sultan of Swing)। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষে এই নিয়ে মুখ খুললেন তিনি।
না, এই মুহূর্তে অবসরের কোনও পরিকল্পনাই নেই অ্যান্ডারসনের। তিনি বলেন, “বোলার হিসেবে আপনি যেই ৩০ পার করবেন, ওমনি লোকজন জানতে চাইবে, আর কতটা দিতে পারবেন। কিন্তু শেষ তিন-চার বছরে আমি সেরা বল করেছি। অনুভব করেছি সবকিছু আমার নিয়ন্ত্রণে, আমার শরীর ঠিক জায়গায় আছে, আমার স্কিলগুলো বরাবরের মতোই কাজ করছে। অবসরের কথা যদি বলতে হয়, খুব তাড়াতাড়ি খেলা ছাড়ছি না আমি। আমার মনে হয় আরও অনেক কিছু দিতে পারব।”
অ্যান্ডারসন সত্যিই এক বিস্ময়। জোরে বোলারদের কেরিয়ার সাধারণত অল্প হয়, চোট আঘাত তাদের জর্জরিত করে। তাঁর দেশেরই জোফ্রা আর্চার (Jofra Archer) উদাহরণ, আমাদের জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কোথাও বলা যায়। প্রতিশ্রুতিমান একাধিক পেসার শুধু চোটের কারণেই হারিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে জেমস অ্যান্ডারসন সত্যিই এক বিস্ময়।