কী রেকর্ড ভাঙলেন শুভমন গিল?
২৬ ইনিংসের পর ওডিআই ক্রিকেটে গিলের সংগ্রহ ১৩৫২ রান। একদিনের ক্রিকেটে তাঁর সেরা স্কোর ২০৮ রান। একই সময়ে, বাবর ওডিআই ক্রিকেটে ২৬ ইনিংসের পরে ১৩২২ রান করেছিলেন। এই সময়ে বাবর আজমের সেরা স্কোর ছিল ১২৫ রান।
গিলের ব্যাটে খরা নিয়ে কোচ কী ভাবছেন?
টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, শুভমনকে নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। যথেষ্ট ভাল ব্যাট করছে। সত্যিই বেশ ভাল খেলছে। ওর ব্যাটিংয়ে কোনও সমস্যা নেই। মাঝেমাঝে এ রকম হয়। ভাল খেললেও বড় রান আসে না। তার মানে এই নয়, প্রতিটি ম্যাচের পর কারও সমালোচনা করতে হবে। এই উইকেটেও শুভমন বেশ ভাল ব্যাট করেছে। তিন ধরনের ক্রিকেটেই শুভমন আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করছি ত্রিনিদাদে পরের ম্যাচেই শুভমন বড় রান পাবে।
প্রসঙ্গত, আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন। ১৭টি ম্যাচে ৮৯০ রান করে জিতে নিয়েছিলেন কমলা টুপি। কিন্তু তার পর থেকে আর সেই ফর্মে দেখা যাচ্ছে না শুভমনকে।