আইসিস জঙ্গীরা আরও অনেক মেয়ের সঙ্গে ধরে নিয়ে যায় জ্যোতিকে।শুধু তাই নয়,তাঁকে আইসিস জঙ্গী নেতার যৌনদাসী হতে বাধ্য করা হয়।এমনকি তাঁকে বিয়েও করতে চায় সেই জঙ্গী নেতা। এরই মাঝে ইরাকের ভারতীয় দূতাবাস মারফত জ্যোতির খবর পায় ভারত সরকার।তাঁকে উদ্ধারের ব্যবস্থা করে।এবার কি ভাবে সন্ত্রাসবাদী আইসিস ও তাঁদের অবিসংবাদী নেতার হাত থেকে বেঁচে ফিরল জ্যোতি তা জানতে হলে দেখতেই হবে আকেলি।বরাবরই রোম্যান্টিক ফিল্মে হট অ্যান্ড বোল্ড অবতারে ধরা দিয়েছেন নুসরত ভারুচা।হাতে গোনা কয়েকবারই তাঁকে ভিন্নধর্মী চরিত্রে দেখা গিয়েছে।এবার সেই তালিকায় অন্যতম হতে চলেছে আকেলি।ছবির হাড় হিম করা ট্রেলার প্রকাশ্যে আসার পরই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সিনেপ্রেমীমহলে।আগামী ১৮অগস্ট মুক্তি পাবে আকেলি।
আইসিস জঙ্গীরা আরও অনেক মেয়ের সঙ্গে ধরে নিয়ে যায় জ্যোতিকে।শুধু তাই নয়,তাঁকে আইসিস জঙ্গী নেতার যৌনদাসী হতে বাধ্য করা হয়।এমনকি তাঁকে বিয়েও করতে চায় সেই জঙ্গী নেতা। এরই মাঝে ইরাকের ভারতীয় দূতাবাস মারফত জ্যোতির খবর পায় ভারত সরকার।তাঁকে উদ্ধারের ব্যবস্থা করে।এবার কি ভাবে সন্ত্রাসবাদী আইসিস ও তাঁদের অবিসংবাদী নেতার হাত থেকে বেঁচে ফিরল জ্যোতি তা জানতে হলে দেখতেই হবে আকেলি।বরাবরই রোম্যান্টিক ফিল্মে হট অ্যান্ড বোল্ড অবতারে ধরা দিয়েছেন নুসরত ভারুচা।হাতে গোনা কয়েকবারই তাঁকে ভিন্নধর্মী চরিত্রে দেখা গিয়েছে।এবার সেই তালিকায় অন্যতম হতে চলেছে আকেলি।ছবির হাড় হিম করা ট্রেলার প্রকাশ্যে আসার পরই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সিনেপ্রেমীমহলে।আগামী ১৮অগস্ট মুক্তি পাবে আকেলি।