ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
শুভমন গিল, ইশান কিশন(উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া(অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য প্রথম একাদশ
কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান(উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।
ম্যাচ জেতার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতে তরুণ তুর্কিদের উপর। ১৫ ওভারে চার উইকেটে ১১৩ ছিল ভারতের। ক্রিজে হার্দিক এবং সঞ্জু স্যামসন (Sanju Samson)। তখনও ভারতেরই পাল্লা ভারী। কিন্তু ১৬তম ওভারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জেসন হোল্ডার (Jason Holder)। প্রথম বলেই বোল্ড করলেন ভারত অধিনায়ককে। সেই ওভারে সঞ্জুও রান আউট হয়ে গেলেন। উইকেট মেডেন গেল হোল্ডারের ওভার। তার আগে সূর্যকুমারকেও হোল্ডারই তুলেছিলেন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনিই।
সামনেই এশিয়া কাপ (Asia Cup) এবং বিশ্বকাপ (CWC 2023)। ক্রিকেটের মেগা ইভেন্টের আগে ভারতীয় সব ক্রিকেটারকে ঝালিয়ে নিতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই জন্যই টি-২০ সিরিজে তরুণদের উপর ভরসা করা হচ্ছে। এরপর ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধেও বেশ কয়েকটি ম্যাচ খেলবে। সেখানেও পাঠানো হচ্ছে রিঙ্কু সিং-দের (Rinku Singh) মতো নতুনদের। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠাবে বিসিসিআই। ফলে বোঝাই যাচ্ছে বিশ্বকাপের আগে জোর কদমে অনুশীলন সেরে ফেলছেন ভারতীয় ক্রিকেটাররা।