তবে মরশুমের প্রথম ম্যাচ, খেলোয়াড়রা শারীরিক সক্ষমতার চূড়ায় উঠতে সময় নেন, সেরা ফর্মে আসতে সময়। মরশুমের শুরুতে তাই অঘটন ঘটতেই পারে। বার্নলির ম্যানেজার আবার এককালে ম্যান সিটির ইপিএল জয়ী অধিনায়ক তথা সমর্থকদের নয়নের মণি ভিনসেন্ট কম্পানি (Vincent Company)। সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola,) সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। প্রিয় ক্লাবকেই আজ বধ করার ছক কষতে হবে কম্পানিকে।
আগামিকাল অর্থাৎ শনিবার ছ'টি ম্যাচ রয়েছে এবং রবিবার রয়েছে দুটি ম্যাচ। শনিবার দিনের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে নামবে মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনাল (Arsenal)। গত মরশুমের প্রায় পুরোটা সময় শীর্ষস্থানে থেকেও শেষের দিকে পয়েন্ট নষ্ট করে দ্বিতীয় হয়েছিল তারা। নতুন মরশুমে নতুন উদ্যম নিয়ে শুরু করবে তারা।
রবিবার প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে নামবে টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। টটেনহ্যামের সেরা ফুটবলার হ্যারি কেন (Harry Kane) ক্লাব ছেড়ে বায়ার্ন মিউনিখে (Bayern Munich) যোগ দিতে চলেছেন বলে খবর। কেনের জন্য ৯৫ মিলিয়ন ইউরো দিতে চেয়েছে জার্মানির সফলতম ক্লাব। টটেনহ্যাম সেই প্রস্তাবে রাজি বলেই জানা গিয়েছে। এখন বল কেনের কোর্টে। রবিবার দ্বিতীয় ম্যাচ মুখোমুখি চেলসি (Chelsea FC) এবং লিভারপুল (Liverpool FC)। মরশুমের প্রথম সপ্তাহের এটাই সবথেকে হেভিওয়েট ম্যাচ।