প্রয়াত ভারতীয় ফুটবলের কিংবদন্তি মহম্মদ হাবিব  (Mohammad Habib)। মঙ্গলবার হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। কলকাতার তিন প্রধানেই খেলেছিলেন তিনি।  বেশ কিছু বছর ধরে অ্যালঝাইমারে ভুগছিলেন তিনি। তাঁর স্মৃতিশক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। কাউকে চিনতে পারছিলেন না। শেষ জীবনে হাঁটাচলা শক্তিও আস্তে আস্তে হারাচ্ছিল তাঁর। সেই সময় তাঁর পাশে দাঁড়ায় ইস্টবেঙ্গল। অসুস্থ হাবিবের পরিবারকে আর্থিক সাহায্য করেন লাল-হলুদ কর্তারা। কিংবদন্তিকে হারিয়ে শোকস্তব্ধ ময়দান।

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পারকিনসন্স রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার হায়দরবাদের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিব। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হারিয়েছিলেন স্মৃতিশক্তি, বাকশক্তিও। হায়দরাবাদের বাড়িতেই তিনি প্রয়াত হয়েছেন।

ভারতীয় ফুটবলে 'বড়ে মিঞা' হিসেবে পরিচিত হাবিব (Mohammad Habib)। হায়দরাবাদে জন্ম হলেও তাঁর পুরো ফুটবল জীবনই কেটেছে কলকাতায়। ২০১৯ সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। কখনও মোহনবাগান তো কখনও ইস্টবেঙ্গল আবার কখনও মহামেডানের জার্সিতে ময়দান কাঁপিয়েছেন। ফুটবল জীবনের বেশির ভাগ সময়টাই ইস্টবেঙ্গলে কাটিয়েছিলেন তিনি। লাল-হলুদের জার্সিতে দীর্ঘ ৮ বছর খেলেছেন । গোল করেছিলেন ১১৩টি। ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলে অবসর নিয়েছিলেন তিনি। শুধুই ক্লাব ফুটবলে নয়, দাপটের সঙ্গে দেশের জার্সিতেও খেলেছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ভারতের যে ফুটবল দল ব্রোঞ্জ জিতেছিল, সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

Find out more: