বৃহস্পরিবার ভারতে লঞ্চ হল TVS NTorq 125 Race Edition। নতুন স্কুটারে থাকছে LED ডে টাইম রানিং লাইট আর নতুন বডি গ্রাফিক্স। উৎসবের মরশুমের আগে নতুন ভার্সানে লঞ্চ হল TVS NTorq 125। LED DRL ছাড়াও নতুন এই স্কুটারে রয়েছে ম্যাট ব্ল্যাক, মেটালিত ব্ল্যাক আর রেড ফিনিশ। 2018 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল TVS NTorq 125। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে 12 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।
TVS NTorq 125 স্কুটারে রয়েছে একটি CVTi-REVV 124.79 ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 9.3 bhp শক্তি আত 10.5 Nm টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ 95 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটবে TVS NTorq 125। স্কুটারের সামনের চাকায় থাকছে একটি 220 মিমি ডিস্ক ব্রেক, পিছনের চাকায় থাকছে একটি 130 মিমি ড্রাম ব্রেক।
দিল্লিতে TVS NTorq 125 Race Edition এর দাম 62,995 টাকা। যা TVS NTorq 125 ডিস্ক ব্রেক ভার্সানের থেকে 3,000 টাকা বেশি। এছাড়াও 58,252 টাকা দামে পাওয়া যায় এই স্কুটারের ড্রাম ব্রেক ভার্সান। নতুন TVS NTorq 125 Race Edition এ থাকছে কালো, ধুসর ও লাল ট্রিপল টোন ফিনিশ।