বছরের শেষে সামনে এল Yamaha MT-15 BS6। সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে এই মোটরসাইকেল সামনে এনেছে Yamaha Motor India। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চের পরে বিক্রি শুরু হবে MT-15 BS6।
ডার্ক ম্যাট ব্লু আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে Yamaha MT-15 BS6। এছাড়াও এই স্ট্রিট ফাইটার সাইকেলে থাকছে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সুইচ। থাকছে রেডিয়াল টায়ার আর রিভার্স এলইডি লাইট। আর থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এই মোটরসাইকেলে থাকছে একটি 155 cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন।
2020 Yamaha MT-15 BS6 মোটরসাইকেলে থাকছে একই 155cc ইঞ্জিন। R15 V3.0 মোটরসাইকেলেও একই ইঞ্জিন ব্যবহার হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ 19 bhp শক্তি আর 14.7 Nm টর্ক পাওয়া যায়। সাথে থাকছে 6 স্পিড গিয়ারবক্স। মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক। আর পিছনে থাকছে মনো শক। মোটরসাইকেলের দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক।