টুইটারকে (twitter) টেক্কা দিতে মেটার (Meta) নতুন প্ল্যাটফর্ম থ্রেড। ফেসবুকের সংস্থা মেটা-র তরফে আনা হয়েছে নতুন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম থ্রেড (Threads)। বৃহস্পতিবারই আত্মপ্রকাশ করতেই মাত্র একদিনেই ৩০ মিলিয়ন ব্যবহারকারী সাইনআপ করেছেন। উদ্বোধনের মাত্র চার ঘণ্টার মধ্যেই ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন। যা একদমই অবিশ্বাস্য। সেই উচ্ছাসে থ্রেড নিয়ে জুকারবার্গ লেখেন, প্রথম ২ ঘণ্টাতেই থ্রেডে ২০ লক্ষ ব্যবহারকারী সাইন আপ করেছেন।

টুইটারে অ্যাকাউন্ট থাকলেও, বিগত ১১ বছর ধরেই টুইটারে ইন-অ্যাকটিভ ছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটার সিইও মার্ক জুকারবার্গ। কিন্তু এদিন তাঁর সংস্থার নিজস্ব মাইক্রো-ব্লগিং সাইট থ্রেড আত্মপ্রকাশ করতেই টুইটারে একটি মিম পোস্ট করেন জুকারবার্গ। সেখানে দেখা যায়, দু'জন স্পাইডারম্যান একে অপরের দিকে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছে।

টুইটারে বর্তমানে যে সংখ্যক ব্যবহারকারী রয়েছেন, সেই সংখ্য়ায় পৌঁছতে মেটাকে কেবল ইন্সটাগ্রামের মোট ব্যবহারকারীর এক চতুর্থাংশ ইউজার প্রয়োজন। টুইটারের সঙ্গে থ্রেডের তুলনা প্রসঙ্গে জুকারবার্গ বলেন, কিছুদিন সময় লাগবে, কিন্তু আশা করছি আমরা পারব। আমার মনে হয় ১ বিলিয়নের বেশি ব্যবহারকারী থাকবে।

মাইক্রোব্লগিং সাইট আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। টুইটারকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আসা মেটার 'থ্রেডস' এখন গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে। ইনস্টগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডস-এ লগ ইন করা যাচ্ছে। আসছে সাজেশনও। জানুয়ারি থেকে 'প্রজেক্ট ৯২'নাম দিয়ে টুইটার-এর প্রতিযোঘী থ্রেড ডেভলপ করা হচ্ছে। এখনও কিছুটা কাজ বাকি আছে। তারই মধ্যে প্লে স্টোরে মিলছে মেটার থ্রেডস।

Find out more: