মহা‌ বিপদে ইমরান খান, ঘরের অন্দরে ও বাইরে একেবারেই কোনঠাসা অবস্থা। তারই উপর আরও চাপ। আজ, ফাইনেন্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে প্যারিসে। আর সেই বৈঠকে ভাগ্য নির্ধারন হবে পাকিস্তানের।
জানা গেছে এই বৈঠকেই নির্ধারণ করা হবে যে পাকিস্তানকে ব্ল্যাক লিস্ট করা হবে, নাকি গ্রে লিস্ট থেকে সরানো হবে! এক সপ্তাহ ধরে চলবে FATF-এর এই বৈঠক। ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা এই বৈঠক। FATF গত বছর জুন মাসে পাকিস্তানকে গ্রে লিস্ট-এর অন্তর্ভুক্ত করেছিল। তাতে পাকিস্তানের অর্থব্যবস্থায় বড়সড় ধাক্কা লেগেছিল। আজ FATF-এর বৈঠকে পাকিস্তানের কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর যদি সত্যি সেটা হয় তা হলে ইমরান খানের দেশের অর্থনীতিতে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের যে কোনও দেশের বিনিয়োগকারী সংস্থা এর পর পাকিস্তানে কোনওরকম বিনিয়োগে রাজি নাও হতে পারে। প্রায় ৩০ বছরের পুরনো সংস্থা FATF বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার উপর নজর রাখে। এই সংস্থার রায় সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের সদস্যদের সিদ্ধান্তের উপর।


Find out more: