এক তরুণীকে অপহরণ করে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছিল পাকিস্তানের নানকানা সাহিবে। অবশেষে পুলিশ ঐ তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিয়ে পাকিস্তানকে ‘উপযুক্ত পদক্ষেপ’ করতে বলা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তবে জগজিৎ কৌর নামে ওই তরুণীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এক মুসলিম যুবককে বিয়ে করেছেন। একই সঙ্গে তাঁর দাবি, পরিবারের হাতেই খুন হওয়ার আশঙ্কায় ভুগছেন জগজিৎ। 

ছর আঠারোর ওই তরুণী নানকানা সাহিবের বাসিন্দা। তাঁর বাবা স্থানীয় একটি গুরুদ্বারের গ্রন্থি (পুরোহিত)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তরুণীর পরিবার জানায়, বাড়িতে ঢুকে জগজিৎকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে এক দল দুষ্কৃতী। জোর করে তাঁকে ধর্মান্তরিত করিয়ে স্থানীয় এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। তাঁরা অভিযোগ করেন, সব জেনেও সক্রিয় ভূমিকা নিচ্ছে না পুলিশ। বোনকে না ফেরালে সপরিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দেন তরুণীর দাদা। 

অবশ্য জগজিৎ এর আইনজীবীর দাবী  জগজিতের পরিবার ও পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে ইতিমধ্যেই লাহৌর হাইকোর্টে আর্জি পেশ করা হয়েছে। তাতে জগজিৎ জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মহম্মদ হাসান নামে এক মুসলিম যুবককে বিয়ে করেছেন। পরিবারের সদস্যেরা তাঁকে খুন করতে পারেন বলেও আর্জিতে আশঙ্কা জানিয়েছেন তিনি।


Find out more: